• অবিরাম বৃষ্টির জেরে ধস শালিমারে, ভেঙে পড়েছে ঘরবাড়ি, ক্ষতিগ্রস্ত বহু পরিবার
    আনন্দবাজার | ০৩ আগস্ট ২০২৫
  • অবিরাম বৃষ্টির জেরে ধস শালিমার পাঁচ নম্বর গেট সংলগ্ন বস্তি এলাকায়। বৃহস্পতিবার বস্তির বেশ কিছু বাড়িতে ফাটল দেখা দিয়েছিল। শুক্রবার সেখানেই ধস নামে, ভেঙে পড়েছে বহু ঘরবাড়ি।

    সূত্রের খবর, বেশ কিছু ধরে টানা বৃষ্টির জেরে স্বর্ণময়ী খালের জলস্তর বাড়তে থাকে, ফলে আলগা হয়ে পড়ে মাটি, আর তার জেরেই প্রথমে খালের গার্ড ওয়াল ভেঙে পড়ে, তারপর খাল সংলগ্ন রাস্তার অংশ ভেঙে পড়ায় একে একে সেই রাস্তার উপর থাকা প্রায় ১২টি ঘর ভেঙে পড়ে।

    চেয়ারম্যান জানান, ক্ষতিগ্রস্ত পরিবারকে একটি অস্থায়ী শিবিরে থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

    সেচ দফতর ইতিমধ্যে স্বর্মময়ী খালের গার্ড ওয়াল মেরামতের কাজ শুরু করেছে।
  • Link to this news (আনন্দবাজার)