ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা। শনিবার রাতে জাপোরিঝঝিয়াতে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা। বিদ্যুৎকেন্দ্রের আশপাশের এলাকা থেকে ধোঁয়া উঠতে দেখা গিয়েছে।
ছুটির সকালে অগ্নিকাণ্ড। রবিবার ভোরবেলা রাঁচির সহজানন্দ চক এলাকায় আগুন লেগে যায়। পুড়ে ছাই হয়ে গিয়েছে একাধিক দোকান। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচির দ্বিতীয় দিনের শিবির বসবে রবিবার। প্রতি বুথের জন্য বরাদ্দ করা হয়েছে ১০ লক্ষ টাকা। প্রথম ধাপে ৮ হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়িত হওয়ার কথা রয়েছে। শনিবার অর্থাৎ কর্মসূচির প্রথম দিন ১ লাখ ৭৫ হাজারের বেশি মানুষ অংশ নিয়েছেন শিবিরে। তৃণমূল সূত্রে এমনটাই জানা গিয়েছে।
প্রয়াত তামিল অভিনেতা এস কৃষ্ণমূর্তি। চলচ্চিত্র জগত তাঁকে চেনে ‘মদন বব’ নামে। শনিবার রাতে তাঁর মৃত্যু হয়েছে বলে অভিনেতার পরিবার সূত্রে খবর।
রবিবার সাতসকালে নিউ ইয়র্কে ভূমিকম্প। তবে তেমন জোরালো নয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.০। কোনও ক্ষয়ক্ষতি হয়নি। হতাহতেরও কোনও খবর নেই।
কোর কমিটির বৈঠক ডেকেছেন অনুব্রত মণ্ডল। রবিবার দুপুর ৩টেয় বোলপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে হবে বৈঠক। সম্প্রতি অনুব্রতকে কোর কমিটির আহ্বায়ক করেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরে এটাই তাঁর ডাকা প্রথম কোর কমিটির বৈঠক।
গায়ে আগুন লাগিয়ে দিয়েছিল দুষ্কৃতীরা। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন দিল্লির এইমসে। অবশেষে মৃত্যু হল ওডিশার সেই নাবালিকার। ঘটনায় শোকপ্রকাশ করেছেন ওডিশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি।
দিনভর আকাশ মেঘলা থাকবে। রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।