• রানাঘাট থেকে কৃষ্ণনগর পর্যন্ত তৃতীয় লাইন নির্মাণের অনুমোদন রেল বোর্ডের
    এই সময় | ০৩ আগস্ট ২০২৫
  • এই সময়: রানাঘাট থেকে কৃষ্ণনগর পর্যন্ত ২৬ কিলোমিটার দীর্ঘ রেলপথে তৃতীয় লাইন নির্মাণের জন্য পূর্ব রেলের দেওয়া প্রস্তাব অনুমোদন পেয়েছে রেল বোর্ডের। এখন সেটি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের অনুমোদনের অপেক্ষায়। পূর্ব রেল জানিয়েছে, ওই প্রকল্পে আনুমানিক খরচ ধরা হয়েছে ৪৭৪.০৯ কোটি টাকা।

    পূর্ব রেলের বক্তব্য, শিয়ালদহ ডিভিশনের অন্তর্গত রানাঘাট ও কৃষ্ণনগরের মধ্যে তৃতীয় লাইনটি চালু হলে আরও গতিশীল হবে পণ্যবাহী রেলের করিডর। পূর্ব রেল জানাচ্ছে, এর ফলে সাতটি স্টেশন ও চারটি বড় সেতু দিয়ে যাত্রিপরিবহণ ও পণ্য পরিবহণের সময় কমবে এবং গেদে–দর্শনা রুটে বাংলাদেশ পর্যন্ত অতিরিক্ত পণ্য পরিবহণ সম্ভব হবে। সে ক্ষেত্রে এই তৃতীয় লাইন গুরুত্বপূর্ণ অবদান রাখবে আন্তর্জাতিক বাণিজ্যে। পূর্ব রেলের এটাও বক্তব্য, এই প্রকল্প নদিয়া জেলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক উন্নয়নে বড় ভূমিকা নিতে চলেছে। পূর্ব রেল জানিয়েছে, সার, পাথর এবং অন্য কিছু পণ্যবাহী কন্টেনার চলাচল করবে রানাঘাট–কৃষ্ণনগর থার্ড লাইন দিয়ে।

    ধুবুলিয়া ও মুর্শিদাবাদে পণ্য লোডিংয়ের দু’টি নতুন শেড ২০২৪ সালের মার্চে চালু হয়েছে এবং বহরমপুর স্টেশনে নতুন একটি কোচিং টার্মিনাল তৈরি করার পরিকল্পনা রয়েছে। এ সব কিছুর ফলে ওই রুটে ট্রেন চলাচল বাড়বে। রানাঘাট–কৃষ্ণনগর থার্ড লাইন তৈরি হলে সেই চাপ ঠিকঠাক সামাল দেওয়া যাবে বলে পূর্ব রেল জানিয়েছে।

  • Link to this news (এই সময়)