• প্রথমে ঠান্ডা পানীয় অফার, পরে ধর্ষণের শিকার নৃত্যশিল্পী, ভয়ঙ্কর অভিযোগ তমলুকে
    এই সময় | ০৩ আগস্ট ২০২৫
  • এক নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগ পূর্ব মেদিনীপুরে। ঘটনাটি ঘটে ১০ জুলাই। বিষয়টি সম্প্রতি সামনে এসেছে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার অভিযুক্তকে তমলুক আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

    জানা গিয়েছে, ওই তরুণী একটি গ্রুপে ডান্সার হিসেবে কাজ করেন। নন্দকুমারে একটি ভাড়া বাড়িতে থাকেন। নাচের অনুষ্ঠানের জন্য মাঝেমধ্যেই বিভিন্ন জায়গায় যেতে হয় তাঁকে। অন্য ডান্স গ্ৰুপ বা অর্কেস্ট্রা গ্ৰুপের সঙ্গেও যোগাযোগ রাখতে হয়। সেরকমই তাঁর ডান্স গ্রুপের মালিক অন্য একটি অর্কেস্ট্রা গ্ৰুপের মালিকের সঙ্গে তরুণীর পরিচয় করিয়ে দেন। ১০ জুলাই রাতে ডান্স গ্ৰুপের মালিক ও অর্কেস্ট্রা গ্ৰুপের মালিক অভিযুক্ত রামিজ রাজা তাঁর ঘরে আসেন।

    তরুণীর দাবি, প্রথমে তাঁকে ঠান্ডা পানীয় দেওয়া হয়। সেটা পান করার পরে একটি ঘরে অভিযুক্ত তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ। এই ঘটনার পরে নির্যাতিতা যাতে ঘটনার কথা কাউকে না বলে, তার জন্য তাঁকে হুমকিও দেওয়া হয়। প্রথমে ভয়ে বিষয়টি কাউকে বলতে পারেননি নির্যাতিতা। পরবর্তীকালে ১ অগস্ট নন্দকুমার থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন ওই নির্যাতিতা।

    তরুণীর অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। নন্দকুমার থানার এক আধিকারিক বলেন, ‘তরুণীর অভিযোগের ভিত্তিতে আমরা অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করি। শনিবার তমলুক আদালতে তোলা হলে অভিযুক্তের ১৪ দিনের জেলা হেফাজতের নির্দেশ দেন বিচারপতি।’

    ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। রাজ্যে আরজি কর কাণ্ড থেকে শুরু করে কসবার কলেজে পড়ুয়াকে গণধর্ষণের ঘটনার কথা তুলে ধরে আক্রমণ করে বিজেপি। তমলুকের বিজেপি নেতা সুদীপ দাস বলেন, ‘শাসকদল আর পুলিশের মদতে দিনের পর দিন এই ধরনের ঘটনা ঘটে চলেছে। শুধু পূর্ব মেদিনীপুরে নয়, রাজ্য জুড়েই একই ঘটনা ঘটছে। নারীদের কোনও সুরক্ষা নেই।’ যদিও বিরোধীদের অভিযোগ মানতে নারাজ তৃণমূল। তমলুক সাংগঠনিক জেলা যুব তৃণমূল নেতা পার্থসারথি দাস বলেন, ‘পুলিশ ঠিক ভাবেই তদন্ত করছে। অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে।’

  • Link to this news (এই সময়)