• সল্টলেকে স্ত্রীর বাড়ির জানালা দিয়ে ঢুকে টাকা চুরি, ধৃত স্বামী
    বর্তমান | ০৪ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: স্ত্রী বাড়িতে ছিলেন না। সেই সুযোগে জানালা দিয়ে ভিতরে ঢুকে টাকা চুরি করেছিলেন তাঁর স্বামীই! সল্টলেকের নয়াপট্টি নজরুলপল্লির এই ঘটনা নিয়ে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন স্ত্রী। অবশেষে শনিবার রাতে অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করল পুলিস। ধৃতের নাম উদয় মণ্ডল। বাড়ি দক্ষিণ ২৪ পরগনার ঝড়খালি এলাকায়। পুলিসি জেরায় তিনি অপরাধের কথা কবুলও করেছেন।

    পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের সঙ্গে তাঁর স্ত্রীর দূরত্ব তৈরি হয়েছে। সল্টলেকে নয়াপট্টিতে তাঁর স্ত্রী থাকেন। স্বামী থাকেন ঝড়খালিতে। অভিযোগ, ২ জুলাই সকালে উদয় স্ত্রীর বাড়িতে আসেন। সেই সময় বাড়িতে স্ত্রী ছিলেন না। বাড়ির পিছনের দিকে একটি গাছ আছে। সেই গাছ বেয়ে তিনি পিছনের জানালা দিয়ে ঘরের ভিতরে ঢোকেন। তারপর আলমারি ভেঙে ৪০ হাজার টাকা চুরি করে চম্পট দেন। এই ঘটনা স্ত্রীর নাবালক ছেলে দেখে নিয়েছিল। সে যাতে মাকে না বলে, সেজন্য উদয় তাকে এক হাজার টাকাও দিয়েছিলেন। তবে ছেলে মাকে বিষয়টি জানিয়ে দেয়। এর আগেও ধৃত স্বামী এভাবেই স্ত্রীর বাড়িতে গিয়ে সোনার গয়না চুরি করেছিলেন। এনিয়ে দ্বিতীয়বার তিনি চুরি করলেন বলে অভিযোগ।
  • Link to this news (বর্তমান)