• ভুয়ো চিঠি পাঠিয়ে পেনাল্টির নামে কয়েক কোটি টাকা প্রতারণার চেষ্টা, ধৃত
    বর্তমান | ০৪ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: সরকারি দপ্তরের নাম ভাঙিয়ে প্রতারণার অভিনব চাতুরি! ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেডিং কর্পোরেশন লিমিটেড (ডব্লুবিএমডিটিসিএল)-এর নাম করে ভুয়ো চিঠি পাঠিয়ে পেনাল্টি বাবদ কয়েক কোটি টাকা প্রতারণার চেষ্টা করেছিল প্রতারকরা। বিষয়টি নজরে আসতেই ডব্লুবিএমডিটিসিএল কর্তৃপক্ষ বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করে। ওই ঘটনার তদন্তে নেমে পুলিসের হাতে পাকড়াও হল অভিযুক্ত যুবক। পুলিস জানিয়েছে, ধৃতের নাম আজহার সিদ্দিকী। তিলজলার তপসিয়ায় তার বাড়ি। ধৃতের কাছ থেকে ডব্লুবিএমডিটিসিএলের নকল রাবার স্ট্যাম্প সহ বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, গত ২৯ জুলাই ডব্লুবিএমডিটিসিএলের জেনারেল ম্যানেজার (অ্যাডমিন) বিধাননগর সাইবার ক্রাইম থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেছিলেন। তাতে বলা হয়েছিল, কর্পোরেশনের নামে একটি ভুয়ো চিঠি লিজ হোল্ডারদের সার্কুলেট করা হয়েছে। ওই চিঠিতে বালির স্টক নিয়ে মোটা অঙ্কের পেনাল্টি জমা করতে বলা হয়েছিল। একজন লিজ হোল্ডারকে ৩ কোটি ১ লক্ষ টাকা জমা দিতে বলা হয়েছিল। প্রতারকরা একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বরও পাঠিয়েছিল। অভিযোগ দায়ের হওয়ার পর বিষয়টি নিয়ে দ্রুত তদন্তে নামে পুলিস। বিভিন্ন ডিজিটাল নথির ভিত্তিতে পুলিস জানতে পারে, এই চক্রে আজহার যুক্ত। তারপরই তাকে গ্রেপ্তার করা হয়। পুলিস জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে। ধৃত যুবক ছাড়াও এই কাণ্ডে যুক্ত বাকিদের খোঁজ চলছে।
  • Link to this news (বর্তমান)