বিষ্ণুপুরের পরিযায়ী শ্রমিককে ছাড়ল মহারাষ্ট্র পুলিস, ঘরে ফেরার অপেক্ষা
বর্তমান | ০৪ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বাংলাদেশি সন্দেহে ভিনরাজ্যে ছেলেকে আটক করেছে বলে সন্দেহ করেছিল পরিবার। সে কথা জানতে পেরে তৎপর হন ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের একটি প্রতিনিধি দল মহারাষ্ট্রে যায়। শেষ পর্যন্ত পরিবারের আশঙ্কা সত্যি হল। বিষ্ণুপুরের বাবাই সর্দার নামে ওই যুবককে নাগপুরের একটি ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হয়েছিল। রবিবার সেই কথা নিজে ফোন করে তাঁর বাবা মাকে জানিয়েছেন ওই যুবক। তিনি যে বাংলাদেশি নন, তার জন্য জন্মের সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সহ আরও কয়েকটি নথি চেয়ে পাঠিয়েছিল পুলিস। সেসব পাওয়ার পরই ক্যাম্প থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে পরিবার। আজ, সোমবার তাঁর কলকাতায় ফেরার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বিষ্ণুপুরের বিধায়ক তথা পরিবহণ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী দিলীপ মণ্ডল। যদিও ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাঠানো প্রতিনিধি দল রবিবার রাত পর্যন্ত ওই যুবকের সঙ্গে দেখা করে উঠতে পারেনি।
বিষ্ণুপুর থানা সর্দার পরিবারের সঙ্গে যোগাযোগ করে জানতে পেরেছে , প্রয়োজনীয় নথি পাওয়ার পরই ক্যাম্প থেকে ছেড়ে দেওয়া হয় বাবাইকে। সেকথা তিনি ফোন করে জানিয়েছেন। অভিষেকের পাঠানো প্রতিনিধি দল সকাল থেকেই হন্যে হয়ে বাবাইয়ের খোঁজ করে চলেছিল বিভিন্ন ক্যাম্পে। ক্যাম্প থেকে ছাড়া পাওয়ার কথা তাদের কাছেও এসেছে। বাবাইকে হাতে পেতে আরও কিছুটা সময় লাগবে বলে সদস্যরা জানিয়েছেন।
দিলীপবাবু বলেন, নথিপত্র দেখে ওরা ওকে ক্যাম্প থেকে ছাড়তে বাধ্য হয়েছে। শীঘ্রই ওকে ফিরিয়ে আনা হবে কলকাতায়। এদিকে, ছেলের বাড়ি ফেরার অপেক্ষায় বিনিদ্র রাত কাটছে সর্দার পরিবারের। ছেলের যাবতীয় নথি নিয়ে বাড়িতেই বসে দিন গুনছেন বাবাইয়ের বাবা মা। তাঁরা জানিয়েছেন, ছেলে ফিরে এলে আর বাইরে কাজে পাঠাবেন না।