• মেট্রো রেল অ্যাপের নাম বদল
    বর্তমান | ০৪ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নাম বদল হল মেট্রোরেলের অ্যাপের।  সমকালীন সময়ে মোবাইল অ্যাপের মাধ্যমে বহু যাত্রী স্মার্ট কার্ড রিচার্জ, টিকিট কাটা সহ একাধিক সুবিধা নেন। এতদিন তা ‘মেট্রো রাইড কলকাতা’ অ্যাপ নামে পরিচিত ছিল। হঠাৎ করে তা পরিবর্তন হয়ে গেল ‘আমার কলকাতা মেট্রো’ অ্যাপে। এই বদল ঘিরে যাত্রীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। অ্যানড্রয়েড ফোনে নয়া এই অ্যাপের উপস্থিতি মিললেই আই ফোনে তা পাওয়া যাচ্ছে না। জানা গিয়েছে, আগের অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা যথাক্রমে অ্যানড্রয়েড ১২ লক্ষ ৩০ হাজার ও আই ফোন ৭৬ হাজার। 
  • Link to this news (বর্তমান)