• আজ তৃণমূল সাংসদদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে মমতা
    বর্তমান | ০৪ আগস্ট ২০২৫
  • কলকাতা: আজ, সোমবার লোকসভা এবং রাজ্যসভার দলীয় সাংসদদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল চারটে নাগাদ এই বৈঠক হওয়ার কথা। যা রাজনৈতিক দিক থেকে একাধিক কারণে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

    গত ২১ জুলাই থেকে শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন। চলবে চলতি মাসের ২১ তারিখ পর্যন্ত। অধিবেশনে যোগ দিতে জোড়াফুল শিবিরের সাংসদরা দিল্লিতেই রয়েছেন। মনে করা হচ্ছে, বাংলার স্বার্থ এবং ভিন রাজ্যে বঙ্গভাষীদের উপর আক্রমণের প্রতিবাদে সংসদের ভিতরে ও বাইরে আন্দোলন কর্মসূচিকে কোন পর্যায়ে নিয়ে যেতে হবে, এদিনের বৈঠকে সেই নির্দেশিকা দেবেন তৃণমূল সুপ্রিমো। সেইসঙ্গে ভোটার তালিকা সংক্রান্ত স্পেশাল ইন্টেনসিভ রিভিশন নিয়ে বেশ কিছু নির্দেশিকা সাংসদদের দিতে পারেন তিনি। যে কারণে দলীয় সাংসদদের সঙ্গে মমতার আজকের বৈঠকে দিকে তাকিয়ে আছে পর্যবেক্ষক মহল।
  • Link to this news (বর্তমান)