• প্রয়োজনে রোজ ডিএ মামলার শুনানি হবে, রাজ্যের আবেদন ফেরাল সুপ্রিম কোর্ট
    এই সময় | ০৪ আগস্ট ২০২৫
  • প্রয়োজনে রোজ ডিএ মামলার শুনানি হবে, রাজ্যের আবেদন ফিরিয়ে এমনটাই জানাল সুপ্রিম কোর্ট। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা। সোমবার সেই মামলার শুনানি ছিল বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চে। রাজ্য আগামী সোমবার শুনানির আবেদন জানান। রাজ্যের আর্জি খারিজ করে দেন বিচারপতি সঞ্জয় করোল। তিনি বলেন, ‘আমরা আগেই বলেছি, দ্রুত শুনানি হবে। আগামিকালই (মঙ্গলবার) বিস্তারিত শুনানি হবে।’ প্রয়োজন হলে রোজ এই মামলার শুনানি হবে, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের।

    রাজ্যের আইনজীবী অভিষেক মনুসিংভি বলেন, ‘যে হেতু টাকার পরিমাণ অনেক বেশি, তাই সময় প্রয়োজন।’ রাজ্য সরকার একটি কমিটি গঠন করেছে বলেও আদালতে জানায় রাজ্য।

    বিচারপতি করোল বলেন, ‘আমরা আগেই বলেছি, দ্রুত শুনানি করা হবে। আজকের দিনটি ভালো দিন।’ সিংভি সওয়াল করেন, রাজ্য সরকারকে সময় দিতে হবে। কারণ, পুরো প্রক্রিয়া ভালো ভাবে দেখতে হবে। হাইকোর্ট বা ট্রাইব্যুনাল, কেউই টাকার পরিমাণ জানায়নি বলেও এ দিন আদালতে উল্লেখ করেন মনুসিংভি।

    যদিও বিচারপতি বলেন, ‘বিষয়টি খুব সহজ। আমরা আপনাদের বক্তব্য শুনিনি, এমন কোনও অভিযোগ থাকবে না।’ রাজ্যের আইনজীবী রাকেশ দ্বিবেদী, আগামী সোমবার শুনানির আর্জি জানান। এর পরেই সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণে জানায়, প্রয়োজনে রোজ শুনানি হবে।

    গত ১৬ মে অন্তর্বর্তী নির্দেশে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে ছ’সপ্তাহের মধ্যে। সেই সময়সীমার মেয়াদ শেষ হয়েছে ২৭ জুন। যদিও রাজ্য সরকারের তরফে আদালতকে জানানো হয়েছিল, এই টাকা এখনই দেওয়া সম্ভব নয়। রাজ্য আরও ছ’মাস সময় চেয়ে আদালতে আবেদনও জানায়। এ দিন আদালত জানিয়ে দিল, মঙ্গলবারই মামলা শুনবে আদালত।

  • Link to this news (এই সময়)