• গড়বেতায় রেল লাইনে ‘বিস্ফোরণ’? থামল রাজধানী, জঙ্গলমহলে ফের আতঙ্ক
    এই সময় | ০৪ আগস্ট ২০২৫
  • গড়বেতায় রেল লাইনে বিস্ফোরণ। যদিও কেন ও কী থেকে বিস্ফোরণ, তা নিয়ে ধন্দ রয়েছে। রবিবার ভুবনেশ্বর থেকে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস যাওয়ার সময়ে গড়বেতা স্টেশন সংলগ্ন শিলাই হল্টের কাছে আচমকা থেমে যায়। বিস্ফোরণের শব্দেই ট্রেন থামানো হয়েছে বলে প্রাথমিক ভাবে জানানো হয়েছে। সূত্রের খবর, সঙ্গে সঙ্গে রাজধানীর গার্ড ও চালক যোগাযোগ করেন পিয়ারডোবা স্টেশনে। এসে পৌঁছয় রেলপুলিশ। সঙ্গে স্নিফার ডগ। কিছুক্ষণের জন্য ট্রেন চলাচলও বন্ধ রাখা হয় বলে খবর। রেলের তরফে খবর, ট্রেনের লোকো পাইলট বিস্ফোরণের শব্দ শুনে রেল পুলিশকে জানিয়েছিলেন। তিনি কিছু বুঝে উঠতে না পারায় ট্রেনটি থামিয়ে দেন।

    এর পরেই আদ্রা ডিভিশনের রেল পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিক ভাবে তারা জানিয়েছে, ট্রেন লাইনচ্যুত হওয়ার মতো কিছু ঘটেনি। তবে সাদা পাউডারের মতো জিনিস পাওয়া যায়। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রেল পুলিশ সূত্রে খবর, বিষয়টিকে গুরুত্ব দিয়েই দেখা হচ্ছে। সোমবার ফরেন্সিকের টিম ঘটনাস্থলে যাচ্ছে।

    নকশাল নেতা চারু মজুমদারের ৫৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৮ জুলাই থেকে শুরু হয়েছিল সিপিআই (মাওবাদী) শহিদ সপ্তাহ। রবিবার ছিল তার শেষ দিন। সে দিনই আইইডি বিস্ফোরণে ওডিশায় রেলের এক ট্র্যাকম্যান নিহত হন। আহত হন আরও এক রেলকর্মী। ওডিশা-ঝাড়খণ্ড সীমানায় রেলওয়ে ট্র্যাকে পাতা ছিল আইইডি। সেই দিনই গড়বেতার কাছে এই ঘটনা।

    সোমবার সকালেও ফের ঘটনাস্থলে যান রেলের আধিকারিকরা। একদা মাওবাদী অধ্যুষিত এই এলাকায় নিরাপত্তায় কোনও ফাঁক রাখতে চাইছে না রেল পুলিশ।

  • Link to this news (এই সময়)