• তিস্তার ঘাটে জল্পেশের পুণ্যার্থীদের কাছ থেকে জোর করে বাড়তি টাকা আদায়ের অভিযোগ!
    বর্তমান | ০৪ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: তিস্তার জল নিয়ে জলপাইগুড়ির ময়নাগুড়ির জল্পেশ মন্দিরে যাওয়ার পথে পুণ্যার্থীদের কাছ থেকে জোর করে বাড়তি টাকা আদায়ের অভিযোগ উঠল। শ্রাবণ মাসের প্রতি সোমবার হাজার হাজার ভক্ত জল্পেশে শিবের মাথায় জল ঢালেন। প্রতি রবিবার বিকেল থেকেই ভক্তদের ভিড় শুরু হয়ে যায়। তিস্তায় স্নান সেরে কলসি ভরে জল নিয়ে ভক্তরা মন্দিরে যান, এটাই রীতি। অভিযোগ, স্নান ও জল নেওয়ার জন্য তিস্তার ঘাটে নামতে গেলে পুণ্যার্থীদের কাছ থেকে ৩০ টাকা করে নেওয়া হচ্ছে। অথচ তাঁদের যে রসিদ দেওয়া হচ্ছে, তাতে কোনও টাকার অঙ্ক লেখা থাকছে না। রসিদে ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতি ও বার্নিশ গ্রাম পঞ্চায়েতের নামের সঙ্গে একটি ক্লাবের নামও রয়েছে। স্বাভাবিকভাবেই ফাঁকা রসিদে টাকা আদায় ঘিরে প্রশ্ন উঠেছে। এই নিয়ে ময়নাগুড়ির বিডিও প্রসেনজিৎ কুণ্ডু বলেন, ‘তিস্তার ঘাটে আলো, পার্কিং, পরিষ্কার-পরিচ্ছন্ন, সিভিল ডিফেন্সের খাওয়া দাওয়া সবটা দেখভালের জন্য যারা টেন্ডার পেয়েছে, তাদের ১০ টাকা করে পুণ্যার্থীদের কাছ থেকে নেওয়ার কথা। এছাড়া অনেকে তিস্তার ঘাটে পুজো দেন। সেই জন্য পুরোহিত ও ধূপকাঠি, মোমবাতির জন্য আরও ১০ টাকা নেওয়া যেতে পারে। এমনটাই বলা হয়েছে। কিন্তু কোনওভাবেই পুণ্যার্থীদের কাছ থেকে ৩০ টাকা নেওয়া যাবে না। আমি বিষয়টি দেখছি। কোনওভাবে যদি বাড়তি টাকা নেওয়া হয়, সেক্ষেত্রে যারা টেন্ডার পেয়েছে, তাদের জরিমানা করা হবে।’ এদিকে রসিদ দিয়ে জোর করে টাকা আদায় নিয়ে পুণ্যার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে।
  • Link to this news (বর্তমান)