• আবাসন থেকে উদ্ধার প্রচুর কার্তুজ, একাধিক রাইফেল ও রিভলবার! চাঞ্চল্য এলাকায়
    বর্তমান | ০৫ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: রহড়া থানা এলাকায় একটি আবাসন থেকে আজ, সোমবার সকালে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিস। গোপন সূত্রে খবর পেয়ে সেই আবাসনে যায় বারাকপুর পুলিস কমিশনারেটের গোয়েন্দারা। সেখানে গিয়েই প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়। পরে সাংবাদিক সম্মেলনে বারাকপুরের ডিসি ডিডি চারু শর্মা জানান, পাঁচটা লং রাইফেল, একটা নাইন এমএম, দুটি সেভেন এমএম, তিনটি রিভলবার, তিনটি ওয়ান শাটার, বিভিন্ন বোরের ৯০৫ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। সঙ্গে ২৪৮ গ্রাম সোনা, ১ লক্ষ ৪৫ হাজার টাকা নগদ পাওয়া গিয়েছে।অস্ত্র বানানোর মেশিনও উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন বারাকপুরের ডিসি ডিডি। সঙ্গে পাওয়া গিয়েছে ডেবিট কার্ডের একটি সোয়াইপ মেশিন। আর এই সবটাই উদ্ধার হয়েছে মধুসূদন মুখোপাধ্যায়ের কাছ থেকে। তিনি পানিহাটির বাসিন্দা। এর আগে ২০০৬ সালেও সে অস্ত্র আইনে গ্রেপ্তার হয়েছিল। ২০২০ সালের রিজেন্ট পার্কে ফ্ল্যাটটি কেনে অভিযুক্ত ব্যক্তি। বারাকপুর পুলিস কমিশনারেটের গোয়েন্দারা বিশেষ সূত্রে খবর পেয়ে আজ, সোমবার সকালে ওই ফ্ল্যাটে হানা দেয়। সঙ্গে ছিল রহড়া থানার পুলিসও। 
  • Link to this news (বর্তমান)