নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: শুক্রবার থেকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর স্তরে ভর্তির আবেদনপত্র জমা নেওয়ার প্রক্রিয়া শুরু হতে চলেছে। ভর্তির আবেদনপত্র জমা নেওয়া হবে ২০ আগস্ট পর্যন্ত। এরপর ধাপে ধাপে কাউন্সেলিং এবং মেধার ভিত্তিতে বিভিন্ন বিভাগে ভর্তি নেবে বিশ্ববিদ্যালয়। সোমবার একথা জানান রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপককুমার রায়। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের পিজি কাউন্সিলের বৈঠকের পর শুক্রবার থেকে ভর্তির আবেদন পত্র জমা নেওয়া শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দুর্লভ সরকার বলেন, বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর স্তরে সর্বমোট ২৩টি বিভাগে ১৫০০ আসনে ভর্তি নেওয়া হবে। এব্যাপারে আমরা সরকারি নির্দেশিকা পেয়েছি। সেইমতো প্রস্তুতি শুরু হয়েছে। এবছর নতুন করে সাঁওতালি ভাষা শিক্ষা পড়ারও সুযোগ মিলবে স্নাতকোত্তর স্তরে। সেক্ষেত্রে ৫০টি আসনে ভর্তি নেওয়া হবে। সাঁওতালি পড়ানোর জন্য অতিথি অধ্যাপকের নিয়োগ প্রক্রিয়াও শুরু হয়েছে। সেইসঙ্গে কলা, বিজ্ঞান বিভাগ ছাড়াও এমবিএ কোর্সও স্নাতকোত্তর স্তরে পড়বার সুযোগ মিলবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমান, স্নাতক স্তরে যেভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যাপারে পড়ুয়াদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা গিয়েছে। তাতে স্নাতকোত্তরেও বিপুল পরিমাণ ভর্তির আবেদন জমা পড়ার আশা রয়েছে। প্রসঙ্গত, স্নাতক স্তরে এবছর ভর্তির জন্য সেন্ট্রাল পোর্টালে রাজ্যের মধ্যে সর্বোচ্চ আবেদনপত্র জমা পড়েছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কোর্সের জন্য। ৩১ জুলাই সেই পোর্টালে আবেদন জমা নেওয়া বন্ধ হয়েছে। তাতে দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরে ২৪১২ আসনের জন্য মোট ১৭ হাজার ৬৫২টি আবেদন এসেছে।