হাউস ফর অল প্রকল্পের ২ কোটি ৬০ লক্ষ টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকছে
বর্তমান | ০৫ আগস্ট ২০২৫
সংবাদদাতা, বালুরঘাট: বালুরঘাট পুরসভাকে হাউস ফর অল প্রকল্পে ২ কোটি ৬০ লক্ষ ২৫ হাজার টাকা দিল রাজ্য। সেইমতো পুরসভা দ্বিতীয় ও তৃতীয় কিস্তির টাকা ৩০০ জন উপভোক্তার অ্যাকাউন্টে পাঠাতে শুরু করেছে। এর আগে ওই উপভোক্তারা কেউ প্রথম এবং কেউ দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছেন। তাঁরা বাড়ি তৈরির কাজ শুরু করে অনেকদিন ধরেই পরবর্তী কিস্তির জন্য অপেক্ষা করছিলেন। এবার তাঁরা টাকা পাচ্ছেন। ফলে ফের কাজ শুরু করছেন উপভোক্তারা।
বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র বলেন, হাউস ফর অল প্রকল্পে দ্বিতীয় ও তৃতীয় কিস্তির ২ কোটি ৬০ লক্ষ ২৫ হাজার টাকা মিলেছে। ওই টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে।
পুরসভার মাধ্যমে উপভোক্তাদের অ্যাকাউন্টে যাতে দ্রুত টাকা ঢোকে সেজন্য কাউন্সিলার এবং আমাদের প্রকল্প বন্ধুরা কাজ করছেন। আমরা চেষ্টা করছি যাতে উপভোক্তরা তাড়াতাড়ি তাঁদের বাড়ি তৈরির কাজ শেষ করতে পারেন।
পুরসভা সূত্রে খবর, শহরের বহু উপভোক্তা বাড়ি তৈরির কাজ করছেন। কেউ প্রথম কিস্তির টাকা পেয়ে কাজ শুরু করেছেন। কেউ দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে গিয়েছেন। এমন ৩০০ উপভোক্তা পরবর্তী কিস্তির জন্য অপেক্ষা করছিলেন।
টাকা না পেয়ে অনেকেই সমস্যায় পড়েছিলেন। বাড়িঘর ভেঙে ফেলায় বর্ষায় অনেকের থাকার জায়গা নিয়ে সমস্যা হচ্ছে। এমতাবস্থায় এই পরবর্তী কিস্তির টাকাগুলি যাতে দ্রুত উপভোক্তারা পান সেজন্য পুরসভা রাজ্যে তদ্বির করে। হাউস ফর অল প্রকল্পে প্রথম কিস্তির ৪৫ হাজার টাকা, দ্বিতীয় কিস্তির ১ লক্ষ ২৫ হাজার টাকা, তৃতীয় কিস্তিতে ৭৫ হাজার টাকা, চতুর্থ কিস্তিতে ৬৮ হাজার টাকা এবং পঞ্চম কিস্তিতে মেলে ৩০ হাজার টাকা।
পুরসভা জানিয়েছে, এবারে প্রথম ও দ্বিতীয় কিস্তির ২ কোটি ৬০ লক্ষ ২৫ হাজার টাকা এসেছে। তারমধ্যে ৮১ লক্ষ ২৮ হাজার টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকেছে। বাকি ১ কোটি ৭৮ লক্ষ ৮৭ হাজার টাকা ঢোকা বাকি রয়েছে। সেই টাকা কয়েক দিনের মধ্যেই উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে বলে পুরসভা জানিয়েছে।
বালুরঘাট পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা বিনয় সূত্রধর বলেন, আমরা প্রথম কিস্তির টাকা পেয়ে বাড়ি তৈরি শুরু করেছি। এবারে দ্বিতীয় কিস্তির টাকায় কাজ এগিয়ে নিয়ে যাব।