• ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রীর সফর ঘিরে হোটেল, লজে তল্লাশি
    বর্তমান | ০৫ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: মুখ্যমন্ত্রীর সফর ঘিরে তুমুল ব্যস্ততা চলছে ঝাড়গ্রামে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তায় জেলার সীমানায় যখন নাকা তল্লাশি চলছে, তখনই জেলার সমস্ত হোটেল, লজ, রিসর্ট ও হোম স্টেগুলিতে চলছে তল্লাশি। ঝাড়গ্রাম শহরে আগামী ৬ আগস্ট বাংলা ভাষার সম্মান রক্ষায় মিছিলে হাঁটবেন মমতা। শহরের সারদাপীঠ থেকে পাঁচমাথা মোড় পর্যন্ত মিছিল হবে বলে জানা গিয়েছে। শহরের মাঝ বরাবর চলে যাওয়া দীর্ঘ এই পথ নিশ্ছিদ্র নিরাপত্তার বলয়ে ঘিরে ফেলা হবে। পরদিন অর্থাৎ ৭ আগস্ট ঝাড়গ্রাম স্টেডিয়ামে বিশ্ব আদিবাসী দিবসের সূচনা করবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর বিশেষ নিরাপত্তা বাহিনীর সদস্যদের একাংশ শহরে এসে গিয়েছে। জেলার সীমানা এলাকার চেক পোস্টে চব্বিশ ঘণ্টা নাকা চেকিং চলছে। পার্শ্ববর্তী রাজ্য থেকে আসা যানবাহনের উপর বাড়তি নজরদারি চলছে। জেলার লজ, রিসর্ট, হোম স্টেগুলিতে ওঠা পর্যটকদের তথ্য খুঁটিয়ে দেখা হচ্ছে। দেড় দশক আগের রাজনৈতিক অশান্তির পর্ব পেরিয়ে ঝাড়গ্রাম এখন শান্ত। রাজনৈতিক অশান্তির বড় কোনও ঘটনা ঘটেনি। ঝাড়গ্রাম জেলা এখন মাওবাদী মুক্ত। কিন্তু জেলা লাগোয়া ওড়িশা ও ঝাড়খণ্ডে পশ্চিম সিংভূম এলাকায় মাওবাদীদের তৎপরতা রয়েছে। তাই মুখ্যমন্ত্রীর দু’ দিনের সফরে জেলা পুলিস কোনও ঝুঁকি নিতে চাইছে না। গোপীবল্লভপুরের এসডিপিও পারভেজ সরফরাজ বলেন, সীমানা এলাকায় সড়কপথে নজরদারি চলছে। নিরপত্তায় কোনও খামতি রাখা হচ্ছে না। জেলা সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গেই দলের প্রথমসারির বেশ কয়েকজন নেতা থাকবেন। জেলার বিভিন্ন ব্লক থেকে দলের নেতা, কর্মী, সমর্থকরা আসবেন। বহু মানুষের সমাবেশ জেলা পুলিসের চাপ বাড়িয়ে দিয়েছে।
  • Link to this news (বর্তমান)