টাকার অভাবে মেঘালয় ট্যুর বাতিল! স্বামীর সঙ্গে ঝগড়ার পর বেলেঘাটায় বধূর রহস্যমৃত্যু
প্রতিদিন | ০৮ আগস্ট ২০২৫
অর্ণব আইচ: আর্থিক সংকটে মেঘালয় বেড়াতে যাওয়ার পরিকল্পনা বাতিল নিয়ে অশান্তির জের নাকি অন্য কিছু? বেলেঘাটায় বাড়ি থেকে গৃহবধূর দেহ উদ্ধারের ঘটনায় রহস্যের জট। শ্বশুরবাড়ির লোকজনের অভিযোগ, আত্মহত্যা করেছেন বধূ। নারকেলডাঙা থানার পুলিশ ঘটনার তদন্ত করছে।
পুলিশ সূত্রে খবর, গত ২০১৫ সালে বেলেঘাটার বাসিন্দা রোহিতকুমার সাউয়ের সঙ্গে শ্বেতার বিয়ে হয়। দুই কন্যাসন্তান রয়েছে দম্পতির। পরিবার এবং প্রতিবেশীদের দাবি, গত বছরদুয়েক ধরে দু’জনের মধ্যে অশান্তি লেগেই ছিল। প্রায়শয় নিজেদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় লেগে থাকত। যদিও ঝগড়াঝাটির কারণ স্পষ্ট নয়। শ্বেতার স্বামী জানান, গুড়িপাড়া রোডে তাঁর একটি দোকান রয়েছে। অন্যান্য দিনের মতো বুধবার সকাল সাতটায় বাড়ি থেকে বেরন। বেলা ১১টায় খাবার নিতে আসেন। অভিযোগ, সেই সময় স্ত্রীর সঙ্গে ঝগড়াঝাটি হয় তাঁর।
কেন ঝগড়াঝাটি? স্বামীর দাবি, দিনকয়েক আর্থিক সংকটে ভুগছিলেন তাঁরা। সে কারণে মেঘালয়ে বেড়াতে যাওয়ার পরিকল্পনা বাতিল করেছিলেন। তা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়াঝাটি হয় তাঁর। ঝগড়াঝাটির পর দু’জন দু’টি ঘরে চলে যান। স্ত্রী ভিতর থেকে দরজা বন্ধ করে দেন। বেশ কিছুক্ষণ পর দরজা ধাক্কা দেন। স্ত্রীর সাড়াশব্দ পাননি। এরপর দরজা ধাক্কা দিয়ে ভিতরে ঢোকেন রোহিত। তাজ্জব হয়ে যান তিনি। দেখেন, ঘরে সিলিং ফ্যান থেকে ঝুলছেন শ্বেতা। গলায় ওড়নার ফাঁস। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকের দাবি, মৃত্যু হয়েছে তাঁর। সত্যিই বধূ আত্মঘাতী হয়েছেন নাকি এই ঘটনার নেপথ্যে রয়েছে অন্য কিছু, তা খতিয়ে দেখা হচ্ছে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তরুণীর মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ।