• স্বাধীনতা দিবসের আগেই ছুটবে এসি লোকাল! কখন ছাড়বে, দাঁড়াবে কোন, কোন স্টেশনে?
    প্রতিদিন | ০৮ আগস্ট ২০২৫
  • নব্যেন্দু হাজরা: স্বাধীনতা দিবসের আগেই যাত্রা শুরু করতে চলেছে পূর্ব রেলের প্রথম এসি লোকাল। রবিবার ট্রেনটির উদ্বোধন। সোমবার  থেকে যাত্রা শুরু করবে বলেই জানা গিয়েছে। ট্রেনটি কোথায়, কোথায় দাঁড়াবে, কখন ছাড়বে, বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়ে জানাল রেল।

    পূর্ব রেল জানিয়েছে, রানাঘাট থেকে ট্রেনটি ছাড়বে সকাল ৮টা ২৯ মিনিটে। যা শিয়ালদহ পৌঁছবে ১০টা ১০ মিনিটে। ফের সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে রাত ৮টা ৩২ মিনিটে পৌঁছবে রানাঘাটে। আপাতত একটি ট্রেনই চলবে। পরে রেকের সংখ্যা বাড়ানো হতে পারে বলে জানয়িছে রেল। কোন কোন স্টেশনে দাঁড়াবে ট্রেনটি? পূর্ব রেল জানিয়েছে, রানাঘাট ছাড়ার পর চাকদহ, কল্যাণী, কাচরাপাড়া, নৈহাটি, বারাকপুর, খড়দহ, সোদপুর, দমদম, ও বিধাননগর স্টেশনে দাঁড়াবে। যাত্রা শেষ করবে শিয়ালদহে।

    গতকাল বুধবার, বিজ্ঞপ্তি প্রকাশ করে ভাড়া কত হবে জানিয়েছিল রেল। শিয়ালদহ থেকে দমদম পর্যন্ত একদিকের যাত্রার ভাড়া ৩৫ টাকা। বারাকপুর পর্যন্ত লাগবে ৬০ টাকা। নৈহাটি পর্যন্ত গেলে গুনতে হবে ৯০ টাকা। রানাঘাট পর্যন্ত সেই ভাড়া ১২০টাকা। মাসিক, পাক্ষিক ও সপ্তাহিক টিকিটও কাটতে পারবেন যাত্রী। দমদম পর্যন্ত মাসিক ভাড়া ৬২০ টাকা, বারাকপুর পর্যন্ত মাসিক ভাড়া ধার্য করা হয়েছে ১২৭৫ টাকা। নৈহাটি পর্যন্ত মাসিক ভাড়া ১৮১০ টাকা। রানাঘাট পর্যন্ত ভাড়া করা হয়েছে ২৪৩০ টাকা।

    ট্রেনটিতে রয়েছে মোট ১১২৬টি সিট। তিনজন করে বসতে পারবেন। ট্রেনটি ঘণ্টায় ১১০ কিলোমিটার গতিবেগে ছুটতে পারবে। কোচগুলি স্টেইনলেস স্টিলে তৈরি। মেট্রোর মতো একটি কোচ থেকে অন্য কোচে যাওয়া যাবে। তাছাড়াও যাত্রীদের দাঁড়ানোর জন্য অনেকটা জায়গা রাখা হয়েছে। লাগেজ রাখার তৈরি করা হয়েছে শক্তপোক্ত রেক। প্রতিটি কোচে চারটি দরজা থাকবে। 
  • Link to this news (প্রতিদিন)