• এবার ভাটপাড়া হাসপাতালে আধুনিক ইমার্জেন্সি বিভাগ গড়ে তোলার সিদ্ধান্ত
    বর্তমান | ০৮ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: এলাকার মানুষের কাছে অত্যন্ত প্রয়োজনীয় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে স্মার্ট ওপিডি তৈরির কাজ চলছে। এরই মধ্যে কলকাতার বেসরকারি হাসপাতালগুলির মতোই অত্যাধুনিক ইমার্জেন্সি বিভাগ তৈরি করার পরিকল্পনা নেওয়া হল। রোগী কল্যাণ সমিতির বৈঠকে এই ব্যাপারে একটি ডিপিআর তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

    প্রসঙ্গত, ভাটপাড়ায় মাঝেমধ্যেই বোমাগুলিতে জখম রোগীরা হাসপাতালে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পরই কলকাতার বেসরকারি হাসপাতালে নিয়ে যেতে হয় আক্রান্ত ব্যক্তিদের। কিন্তু মাঝপথেই এমন রোগীদের মৃত্যুর ঘটনাও ঘটে থাকে। এখানেই তাদের যথোপযুক্ত চিকিৎসা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতালের মতো আধুনিক ইমার্জেন্সি বিভাগ তৈরির পরিকল্পনা নেওয়া হচ্ছে।

    ইতিমধ্যেই বেশকিছু বেসরকারি সংস্থা ভাটপাড়া হাসপাতালে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বা সিএসআর ফান্ড দিতে এগিয়ে এসেছে। সেইসব সংস্থার সাহায্য নিয়েই ভাটপাড়া হাসপাতালে উন্নত পরিকাঠামোযুক্ত ইমার্জেন্সি বিভাগ নির্মাণের উদ্যোগ নেওয়া হল। এই হাসপাতালের দায়িত্বে রয়েছেন উত্তর ২৪ পরগনার জেলাশাসক শরদ দ্বিবেদী। রোগী কল্যাণ সমিতির বৈঠকে স্থানীয় বিধায়ক সোমনাথ শ্যাম এই অত্যাধুনিক ইমার্জেন্সি বিভাগ তৈরির করার প্রস্তাব দেন। তিনি আরও বলেন, ‘অনেক বেসরকারি সংস্থা সিএসআর ফান্ড থেকে সাহায্য করতে এগিয়ে আসছে। এই ইমার্জেন্সি বিভাগ তৈরির দায়িত্ব আমরা তাদের দিতে পারি। বৈঠকে ঠিক হয়েছে, এই ব্যাপারে একটা বিস্তারিত প্রকল্প রিপোর্ট (ডিপিআর) তৈরি করা হবে। তারপর তা অনুমোদনের জন্য রাজ্য স্বাস্থ্যদপ্তরে পাঠানো হবে।’ 

    প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ইমার্জেন্সি বিভাগে বেশ কয়েকটি বেড, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা, এমনকী অপারেশন করারও ব্যবস্থা থাকবে। আর থাকবে ডাক্তারদের আলাদা চেম্বার এবং বিশ্রাম গ্রহণের জায়গা। থাকবে নার্সদের বিশ্রামের ঘর। গুরুতর অসুস্থ বা জখম ব্যক্তিরা যাতে এই ইমার্জেন্সিতেই প্রয়োজনীয় চিকিৎসা পায় এবং তাদের কলকাতায় ‘রেফার’ করার দরকার না পড়ে সেইরকম অত্যাধুনিক পরিকাঠামোসহ ইমার্জেন্সি বিভাগ নির্মাণের পরিকল্পনা নেওয়া হচ্ছে। 

    বিধায়ক জানান, হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন নিয়ে রোগী কল্যাণ সমিতির বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। অনেকটাই এগিয়েছে স্মার্ট ওপিডির কাজ। স্থানীয় এমপি’র (পার্থ ভৌমিক) এলাকা উন্নয়ন তহবিল থেকে ২ কোটি টাকা পাওয়া গিয়েছে। সবরকম সহযোগিতা করছে স্বাস্থ্যদপ্তরও। বিভিন্ন বেসরকারি সংস্থার সহযোগিতায় সিটি স্ক্যান থেকে শুরু করে বিভিন্ন যন্ত্রপাতি হাসপাতালে বসানো হচ্ছে। এবার অত্যাধুনিক পরিকাঠামোসহ ইমার্জেন্সি বিভাগ চালু হলে ভাটপাড়া হাসপাতাল সম্পূর্ণ হাসপাতাল হয়ে উঠবে।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)