• রাস্তা মেরামত না করে ঠিকাদার চলে যান, ভাঙা অবস্থাতেই পড়ে চার বছর
    বর্তমান | ০৮ আগস্ট ২০২৫
  • সংবাদদাতা, বসিরহাট: বেহাল রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যায় স্থানীয় বাসিন্দারা। তাই বাধ্য হয়ে মঙ্গলবার বিক্ষোভ দেখালেন হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেবখালি পঞ্চায়েতের ড্রমাপুর পূর্ব ঘোষপাড়া এলাকার গ্রামবাসীরা। সাহেবখালি পঞ্চায়েতের ১৯৪ নম্বর বুথের রাস্তা ২০২০ সাল থেকে বেহাল অবস্থায় পড়ে আছে। ’২১ সালে তিন লক্ষ ৬৩ হাজার ৬০০ টাকা বরাদ্দ হয় পঞ্চায়েতের তরফ থেকে। অভিযোগ তিনদিন চলার পর ঠিকাদার সংস্থা সেই কাজ বন্ধ করে চলে যায়।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ করা হচ্ছে– এমন অভিযোগ তুলে স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ জানান। ফলে কাজ বন্ধ করে চলে যায় ঠিকাদার সংস্থা। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ওই রাস্তার কাজ আর হয়নি। প্রতি বছর বৃষ্টির সময় সমস্যায় পড়েন এলাকার মানুষ। শিশুরা স্কুলে যেতে পারে না এই খারাপ রাস্তার জন্যই। বয়স্করা রাস্তা দিয়ে চলাচল করতে ভয় পান। কারণ যে কোনও মুহূর্তে পা পিছলে দুর্ঘটনা ঘটতে পারে। বাড়িতে কেউ অসুস্থ হলে এই রাস্তা দিয়ে কোনও অ্যাম্বুলেন্স আসতে চায় না।

    বিষয়টি নিয়ে এলাকার বাসিন্দা রামপ্রসাদ মণ্ডল বলেন, দীর্ঘদিন ধরেই রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে আছে। টাকা বরাদ্দ হওয়া সত্ত্বেও রাস্তাটি করেননি ঠিকাদার। আমরা বহুবার পঞ্চায়েত এবং প্রশাসনের জানিয়েছি। কিন্তু কোনও কাজ হয়নি। তাই বাধ্য হয়ে এদিন বিক্ষোভ দেখাচ্ছি। দ্রুত এই রাস্তাটি তৈরি না হলে আরও বড়সড় আন্দোলনে যাব আমরা। এনিয়ে সাহেবখালি পঞ্চায়েতের প্রধান আশুতোষ কামিলা বলেন, বিষয়টি আমি শুনেছি। আমি পঞ্চায়েত প্রধান হওয়ার আগে এই টাকা বরাদ্দ হয়েছিল। কী কারণে কাজ বন্ধ আছে, তা খতিয়ে দেখব। দ্রুত যাতে ওই রাস্তাটি তৈরি হয়, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলব। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)