• জাল নথি সহ গ্রেপ্তার গৃহশিক্ষক
    বর্তমান | ০৮ আগস্ট ২০২৫
  • সংবাদদাতা, বনগাঁ: একাধিক জাল নথি সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল বাগদা থানার পুলিস। ধৃতের নাম নিশিকান্ত সরকার (৫৬)। বাগদা থানার পাথুরিয়া এলাকায় বাড়ি ওই ব্যক্তির পেশা গৃহশিক্ষকতা। বুধবার রাতে পুলিস তাঁকে গ্রেপ্তার করেছে। ধৃতের কাছ থেকে জাল জন্ম শংসাপত্র, পঞ্চায়েতের বিভিন্ন জাল নথি, বিভিন্ন স্কুলের জাল নথি সহ একাধিক ভুয়ো রেশন কার্ড উদ্ধার করেছে পুলিস। পাশাপাশি বিডিও অফিস ও বিভিন্ন স্কুলের একাধিক জাল স্ট্যাম্পও উদ্ধার করা হয়েছে বলে পুলিস সূত্রে জানা গিয়েছে। বৃহস্পতিবার ধৃতকে বনগাঁ আদালতে তোলা হলে বিচারক পাঁচদিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন।

    তবে কী কারণে এইসব নথি তিনি নিজের কাছে রেখেছিলেন, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিস। বাগদার এসডিপিও শান্তনু ঝাঁ বলেন, গোপন সূত্রে খবর পেয়ে আমরা ওই গৃহশিক্ষকের বাড়িতে হানা দিয়েছিলাম। সেখান থেকে একাধিক ভুয়ো নথি পেয়েছি। তবে সেগুলি কেন তিনি নিজের কাছে রেখেছিলেন, কোথা থেকেই বা জোগার করেছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।
  • Link to this news (বর্তমান)