নিয়োগ হলেও কাজে যোগ দেননি ডাক্তার, মর্গের ভবিষ্যৎ আঁধারেই, ক্যানিং হাসপাতালে একমাস বন্ধ ময়নাতদন্ত
বর্তমান | ০৮ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ডাক্তার নিয়োগ করা হলেও তিনি কাজে যোগ দেননি। ফলে চালু করা যাচ্ছে না ক্যানিং মহকুমা হাসপাতালের মর্গ। পরিকাঠামো তৈরি, মর্গ চালাতে আর যাঁদের প্রয়োজন, তাঁরাও কাজ করতে প্রস্তুত। শুধু চিকিৎসক এলেই পরিষেবা চালু করা যাবে। অভিযোগ, এক মাসের কাছাকাছি হতে চলল, স্বাস্থ্যভবন থেকে নিয়োগ করা ডাক্তার জয়েন করেননি। কেন আসছেন না, সেটা অবশ্য জানা নেই জেলা স্বাস্থ্যবিভাগের। ফলে যে কোনও অস্বাভাবিক মৃত্যুর ময়নাতদন্ত করার জন্য মৃতদেহ কলকাতার কাঁটাপুকুরেই নিয়ে যেতে হচ্ছে। হাসপাতাল সূত্রে খবর, মর্গের বিল্ডিংয়ে ফ্রিজার ও অন্যান্য পরিকাঠামো বছর খানেক আগেই তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু পরিষেবা শুরু করতে লাগবে দু’জন ময়নাতদন্ত করার ডাক্তার, দু’জন ডোম ও অন্যান্য কর্মী। পুলিস প্রশাসন ডোম দিয়েছে। বাকি স্বাস্থ্যকর্মীরাও আছেন। একজন ডাক্তারকে দিয়েই কাজ শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছিল। কিন্তু তিনি না আসায় মর্গ চালুর পরিকল্পনা এখন বিশ বাঁও জলে। বারুইপুর পুলিস জেলার দাবি, এই হাসপাতালে মর্গ চালু হয়ে গেলে গোটা মহকুমার অনেক সুবিধা হবে। ময়নাতদন্তের জন্য কলকাতায় ছুটতে হবে না। দেহ সংরক্ষণের ক্ষেত্রেও সুবিধা হবে। হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান বিধায়ক শ্যামল মণ্ডল এ প্রসঙ্গে বলেন, বিষয়টি নিয়ে স্বাস্থ্যদপ্তরের সঙ্গে কথা বলব। দ্রুত যাতে ওই ডাক্তার কাজে যোগদান করেন, সেই আবেদন রাখব।