কুলপিতে হুগলি নদীর পাশে পর্যটন কেন্দ্র তৈরির উদ্যোগ
বর্তমান | ০৮ আগস্ট ২০২৫
সংবাদদাতা, কাকদ্বীপ: হুগলি নদীর পাশে পর্যটন কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নিল কুলপির রামকিশোর গ্রাম পঞ্চায়েত। ইতিমধ্যেই জমি চিহ্নিত করা হয়েছে। প্রায় ১৫ লক্ষ টাকা ব্যয়ে নদীর চরের তিন বিঘা জমিতে পর্যটন কেন্দ্রটি গড়ে তোলা হবে। জানা গিয়েছে, এই গ্রাম পঞ্চায়েতের হাঁড়া এলাকাটি হুগলি নদীর ধারে অবস্থিত। সেখানে সবুজ ঘাসে ঢাকা সুবিশাল নদীর চর রয়েছে। পঞ্চায়েতের পক্ষ থেকে ওই জমির চারদিকে ঝাউগাছ বসানো হয়েছিল। সেগুলি এখন অনেক বড় হয়ে গিয়েছে। মনোরম পরিবেশ হওয়ায় বিকেল হলেই প্রচুর মানুষ সেখানে ঘুরতে যান। এছাড়া সারা শীতকাল জুড়ে প্রচুর মানুষ পিকনিক করতে আসে। গাড়ি রাখার ব্যবস্থাও রয়েছে। ওখানে একটি শৌচাগারও নির্মাণ করা হয়েছে। পঞ্চায়েতের পক্ষ থেকে ওই এলাকার নাম দেওয়া হয়েছে ‘নবদ্বীপ পিকনিক স্পট’। বর্তমানে এলাকাটির সৌন্দর্যায়ন করে পর্যটন কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নিয়েছে গ্রাম পঞ্চায়েত। এখন চলছে তারই প্রস্তুতি।
এবিষয়ে স্থানীয় এক বাসিন্দা বাসুদেব জানা বলেন, এলাকাটি খুবই নিরিবিলি। নদীর পাশে অবস্থিত হওয়ার কারণে পরিবেশও মনোরম। তাই বিভিন্ন এলাকা থেকে প্রচুর মানুষ এখানে ঘুরতে আসে। এখানে নতুন চারটি বেসরকারি রিসর্ট তৈরি করা হয়েছে। তাই এখন অনেকেই বাইরে থেকে এসে এখানে রাত্রিযাপন করেন। গ্রাম পঞ্চায়েত উদ্যোগ নিয়ে এলাকাটিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুললে, এর আরও উন্নয়ন হবে। গ্রাম পঞ্চায়েতের প্রধান নাসরিন খাতুন মীর বলেন, ওই এলাকায় পর্যটকদের বসার জন্য বিভিন্ন রকমের চেয়ার তৈরি করা হবে। এছাড়াও চারিদিকে আলো বসানো হবে। পানীয় জলেরও ব্যবস্থা রাখা হবে। পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে ওই এলাকাটি সুন্দর করে সাজিয়ে তোলা হবে।- হুগলি নদীর চরে এখানেই হবে পর্যটন কেন্দ্র। নিজস্ব চিত্র