নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দক্ষিণ কলকাতার ঢাকুরিয়া এলাকার ৯২ নম্বর ওয়ার্ডের সিপিআই কাউন্সিলার মধুছন্দা দেবকে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-এর দায়িত্ব দেওয়া হয়নি। উল্টে সেই দায়িত্ব দেওয়া হয়েছে এক তৃণমূল নেতাকে, এমনই অভিযোগ তুললেন বর্ষীয়ান এই বামনেত্রী।
বৃহস্পতিবার এই বিষয়ে পুরসভার কমিশনার ও মেয়রকে লিখিত অভিযোগ জানিয়েছেন মধুছন্দাদেবী। তাঁর কথায়, এই ঘটনা অসাংবিধানিক ও বেআইনি। এটা শুধু আমার উপর আক্রমণ নয়, সারা রাজ্যে গণতান্ত্রিক পরিসর ও অধিকার খর্ব করার অন্যতম নিদর্শন।
মধুছন্দাদেবী বলেন, বোরো ১০-এ ১২টা ওয়ার্ড রয়েছে। একমাত্র বিরোধী পক্ষ আমি। আগে অরূপ বিশ্বাস আমাকে খুবই সাহায্য করেছিলেন। এখনকার চেয়ারপার্সন জুঁই বিশ্বাসও সাহায্য করেছেন। কিছুদিন কেন এমন আচরণ করছেন, জানি না। এর আগে রাখি উত্সব, বস্ত্র বিতরণের সামগ্রী আমার কাছে না এসে তৃণমূলের পার্টি অফিসে গিয়েছে। আমি মেয়রের কাছে অভিযোগ করেছি। মেয়র রাগারাগি করে সেগুলি আমার কাছে পাঠিয়েছেন। আবার এখন এটা হল।
মধুছন্দাদেবীর অভিযোগ, মঙ্গলবার বোরোর বৈঠকে তাঁকে ডাকা হয়েছিল। সেখানেই বলা হয়, শিবিরের দায়িত্বে কাউন্সিলার থাকবেন না। দায়িত্ব পাবেন জনৈক তৃণমূল নেতা। তখনই তিনি প্রতিবাদ করে মিটিং থেকে বেরিয়ে আসেন। বলে আসেন, তাঁর প্রতিবাদের কথা মিনিটসে যেন লেখা হয়। তিনি বলেন, এদিন আমাদের ওয়ার্ডে সমস্ত শিবিরগুলি বাতিল করা হয়েছে। আগামী দিনে কী করবে জানি না।
এই বিষয়ে ১০ নম্বর বোরোর চেয়ারপার্সন জুঁই বিশ্বাস বলেন, ওঁকে কেউ শিবিরে আসতে বারণ করেননি। যদি ওঁকে কাজ করতে না দেওয়া হতো, তাহলে উনি এতগুলি ‘দুয়ারে সরকার’ শিবিরে উপস্থিত থাকলেন কীভাবে? এই শিবিরে জনপ্রতিনিধিদের কাজ সীমিত। সবটা আধিকারিকরা করছেন।