বাস দুর্ঘটনায় জখম ৯
বর্তমান | ০৮ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আনন্দপুর থানা এলাকার বানতলা বাজারে দু’টি বাসের সংঘর্ষে জখম হন ৯ জন। বৃহস্পতিবার সকাল ৭টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তিলজলা ট্রাফিক গার্ডের পুলিস। আহতদের উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যায় তারা। তবে প্রাথমিক চিকিৎসার পর আহতদের ছেড়ে দেওয়া হয়। পুলিস জানিয়েছে, দু’টি বাসের চালকই ঘটনাস্থল ছেড়ে চম্পট দিয়েছেন। তাঁদের খোঁজ শুরু হয়েছে।
Link to this news (বর্তমান)