বরাদ্দ ৪০ কোটি, পুজোর আগেই উত্তর ২৪ পরগনায় রাস্তা সংস্কার
বর্তমান | ০৮ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বারাসত: পুজোর আগেই গ্রামীণ এলাকায় রাস্তাঘাট সংস্কার করতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। সেই মতো পথশ্রী প্রকল্পে রাস্তা তৈরির জন্য অর্থ বরাদ্দ করেছে নবান্ন। উত্তর ২৪ পরগনা জেলার জন্য এখাতে ৪০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। এনিয়ে আর্থিক অনুমোদনও পেয়ে গিয়েছে জেলা প্রশাসন। কয়েকদিনের মধ্যেই টেন্ডার করে কাজ শুরু করা হবে। নাগরিক পরিষেবা উন্নত করতে রাজ্য সরকারের পক্ষ থেকে চালু হয়েছে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি। তিনটি করে বুথ নিয়ে চলছে বিশেষ এই ক্যাম্প। সাধারণ মানুষ ক্যাম্পে গিয়ে নিজেদের সমস্যার কথা জানাচ্ছেন। এলাকার সমস্যা সমাধানের জন্য প্রতিটি বুথকে ১০ লক্ষ টাকা দেওয়া হয়েছে। কিন্তু বড় রাস্তা তৈরি এই টাকায় সম্ভব নয়। তাই রাজ্য সরকার পথশ্রী প্রকল্পে জোর দিয়েছে। এজন্য ৪০ কোটি টাকা দেওয়া হয়েছে জেলাকে। আশা করা হচ্ছে, পুজোর আগেই সেই টাকা দিয়ে রাস্তা তৈরির কাজ শুরু করা যাবে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই বিভিন্ন পঞ্চায়েত ও ব্লক ভিত্তিক বেহাল রাস্তার রিপোর্ট সংগ্রহ করা হচ্ছে। এবারের টার্গেট ৫০টির বেশি রাস্তা তৈরি। প্রাথমিক পর্যায়ে তালিকাও তৈরি হয়েছে। এরপর দ্বিতীয়বার সেই রাস্তার তালিকা খতিয়ে দেখা হবে। তারপর চূড়ান্ত করে টেন্ডার করা হবে। এনিয়ে দপ্তরের এক কর্তা বলেন, সমীক্ষার কাজ হয়ে গিয়েছে। তালিকা প্রায় চূড়ান্ত। পুজোর আগেই কাজ শুরু হয়ে যাবে।