• বাড়ির একাংশ ভেঙে এন্টালিতে জখম দুই
    বর্তমান | ০৮ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এন্টালি থানা এলাকার একটি পরিত্যক্ত বাড়ির একাংশ ভেঙে পড়ে জখম হলেন দুই বাসিন্দা। আহতদের মধ্যে একজন মহিলা। সুরেশ সরকার রোডের ঘটনা। বৃহস্পতিবার সকালে আচমকাই ভেঙে পড়ে বাড়ির একতলার ঘরের দেওয়াল। বাড়িরই বাসিন্দা ষাটোর্ধ্ব মঞ্জু লাহিড়ী তাতে জখম হন। তাঁর পায়ে চোট লাগে। তখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন এক পথচারী। তিনিও আংশিক জখম হন। তাঁর নাম রথীন সেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় এন্টালি থানা ও কলকাতা পুরসভার ৫৫ নম্বর ওয়ার্ডের আধিাকারিকরা। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দু’জনেই হাসপাতালে ভর্তি রয়েছেন।
  • Link to this news (বর্তমান)