বরানগরের তারক ভোলা মন্দির, রোজ ভোগ পান শতাধিক মানুষ
বর্তমান | ০৮ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রায় ৬০ বছর আগে এক ২২শে শ্রাবণ প্রতিষ্ঠা হয়েছিল বরানগরের বাবা তারক ভোলা মন্দিরের। এখানে একদিকে অবস্থান করেন শিব। অন্যদিকে অষ্টধাতুর অন্নপূর্ণা। মন্দির তৈরি করেছিলেন এই অঞ্চলেরই বাসিন্দা বাসুদেব নামে এক ব্যক্তি। পরোপকারী হিসেবে এলাকায় তাঁর নামডাক ছিল। বাসুদেববাবু বলতেন, ‘মানুষকে ভালোবাসুন। মানুষের জন্য কিছু করুন।’ তারপর থেকে মন্দিরের সৌজন্যে অগণিত মানুষ নানাভাবে উপকৃত। দূর দূরান্ত থেকে আসেন বহু ভক্ত। নিয়মিত ভোগ রান্না হয়। সেই ভোগ খেতে পায় শয়ে শয়ে ভক্ত। বরানগরের কুটিঘাট সংলগ্ন প্রামাণিক রোডের এই শিব-অন্নপূর্ণা মন্দির দীর্ঘ ছ’দশক ধরে আশা ভরসা জোগাচ্ছে ভক্তদের। দেবদেবীর অলৌকিক কৃপায় অনেকের রোগমুক্তি ঘটেছে বলে জানান মন্দির কর্তৃপক্ষ। ‘সবটাই ভক্তি আর বিশ্বাসের শক্তি’-বলেন মন্দিরের পূজারি রাজেন্দ্র দাস।
মন্দিরে এসে নানাবিধ উপকার হয়েছে এমন একাধিক কাহিনির ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। এমনকী একটা-দুটি নয় মন্দিরের দেওয়ালজুড়ে নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভক্তদের মনোবাসনা পূরণ এবং রোগ নিরাময়ের একাধিক ঘটনা। -নিজস্ব চিত্র