নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: প্রতারকদের হাতিয়ে নেওয়া দুই লক্ষ টাকা ফিরে পেলেন নারায়ণপুরের এক মহিলা। গত অক্টোবর মাসে তিনি প্রতারকদের খপ্পরে পড়েছিলেন। পুলিস জানিয়েছে, হোয়াটসঅ্যাপে তাঁকে একটি অ্যাপের লিঙ্ক পাঠানো হয়েছিল। সেই অ্যাপ ডাউনলোড করার পর তাঁর অ্যাকাউন্ট থেকে দু’লক্ষ টাকা লোপাট হয়ে যায়। ওই ঘটনার তদন্তে নেমে পুলিস সম্পূর্ণ টাকাটি উদ্ধার করে। বৃহস্পতিবার প্রতারিতকে থানায় ডেকে উদ্ধার হওয়া টাকা ফিরিয়ে দেওয়া হয়।