• বিজেপি নেতার বাড়িতে হামলা
    বর্তমান | ০৮ আগস্ট ২০২৫
  • সংবাদদাতা, বনগাঁ: বিজেপির মণ্ডল সভাপতির বাড়িতে হামলা করা হয়েছে। বুধবার বিকেলে এমন অভিযোগ মিলেছে বনগাঁ থানার গোবরাপুর এলাকা থেকে। রাতেই বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেন ওই বিজেপি নেতা সুমন অধিকারী। বিজেপির অভিযোগ, অভিযুক্তরা তৃণমূল আশ্রিত। যদিও বিজেপির অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।

    এদিন বিকেলে বাড়িতে ছিলেন না বিজেপির মণ্ডল সভাপতি সুমন অধিকারী। অভিযোগ তখন তাঁর বাড়িতে হামলা চালায় কয়েকজন দুষ্কৃতী। বিজেপি নেতার বৃদ্ধা মা ও ছেলেকে মারধর করে তারা।  সুমন অধিকারী বলেন, ব্যবসায়িক কাজে বাড়ির বাইরে ছিলাম। তখনই ৩-৪ জন তৃণমূল কর্মী বাড়িতে এসে চড়াও হন। আমাকে খুনের হুমকিও দেওয়া হয়। যদিও অভিযোগ অস্বীকার করে বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই।
  • Link to this news (বর্তমান)