• রাজ্যের ২৯৩টি বিধানসভায় ২০০২ সালের ভোটার তালিকা প্রকাশ
    দৈনিক স্টেটসম্যান | ০৮ আগস্ট ২০২৫
  • রাজ্য তথা দেশজুড়ে চলছে এসআইআর বিতর্ক। এরই মধ্যে ২০০২ সালের ভোটার তালিকা প্রকাশ করে দিল নির্বাচন কমিশন। রাজ্যের ২৪ জেলায় ২৯৩টি বিধানসভা আসনের তালিকা কমিশনের ওয়েবসাইটে তুলে দেওয়া হয়েছে। বাদ রয়েছে কেবল কুলপি বিধানসভা কেন্দ্র। কারণ এই কেন্দ্রের ২০০২ সালের ভোটার তালিকা পাওয়া যাচ্ছে না। খোঁজ চলছে। তবে শেষ পর্যন্ত পাওয়া না গেলে ২০০৩ এর ড্রাফট ব্যবহার করবে কমিশন।

    কমিশনের এক কর্তা জানিয়েছেন, বিহারে এসআইআর চালু হয়েছে। বিহারে খসড়া তালিকা থেকে ইতিমধ্যেই বাদ পড়েছে প্রায় ৬৫ লক্ষ ভোটারের নাম।  এবার দেশের অন্যান্য রাজ্যেও এই প্রক্রিয়া চালু হবে বলে জানানো হয়েছে। বাংলায় সেই লক্ষ্যেই এগোচ্ছে কমিশন, এমনটাই সূত্রের খবর। বাংলায় শেষবার এই বিশেষ সমীক্ষা হয়েছিল ২০০২-২০০৪ সালের মধ্যে। এই সমীক্ষার মূল উদ্দেশ্য, ভোটার তালিকা থেকে মৃত, ভুয়ো বা যাঁরা বাসস্থান পরিবর্তন করেছেন, তাঁদের চিহ্নিত করা এবং বাদ দেওয়া। তাই নির্বাচন কমিশন এবার ফের পুরনো ভোটার তালিকা ঘেঁটে তুলনামূলক বিশ্লেষণ করে এসআইআর চালু করছে।

    জানা গিয়েছে, গত ৫ তারিখ  ২৯৪টি বিধানসভা কেন্দ্রের মধ্যে থেকে ১০৩টি বিধানসভা কেন্দ্রের ২০০২ সালের ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। কিন্তু তখন চারটি বিধানসভার ভোটার তালিকা পাওয়া যাচ্ছিল না। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনা একটি অর্থাৎ কুলপি ও বীরভূমের মুরারই, রামপুরহাট ও রাজনগর ছিল। এরপর ভোটার তালিকা খুঁজে বার করার জন্য জেলাশাসকদের নির্দেশ দেয়। বীরভূমের তিনটি বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা খুঁজে পাওয়া গেলেও, কুলপির তালিকা এখনও পাওয়া যায়নি। তবে শেষ পর্যন্ত সেই তালিকা পাওয়া না গেলে ২০০৩ সালের খসড়া ভোটার তালিকা ব্যবহার করবে কমিশন।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)