• ইডেনে মেট্রোর স্টেশন, টানেল তৈরি হবে রাজভবনের বাগান দিয়েও
    এই সময় | ০৮ আগস্ট ২০২৫
  • এই সময়: এসপ্ল্যানেডেই থামবে না কলকাতা মেট্রোর পার্পল লাইন। আরও ১.৬ কিলোমিটার বাড়িয়ে এই লাইন নিয়ে যাওয়া হবে ইডেন গার্ডেন্স পর্যন্ত। আপাতত ঠিক হয়েছে, ইডেন গার্ডেন্স স্টেশনই হবে এই লাইনের প্রান্তিক স্টেশন। এসপ্ল্যানেড থেকে ইডেন গার্ডেন্স পর্যন্ত যাওয়ার পথে মেট্রোর টানেলের কিছুটা অংশ রাজভবনের বাগানের নীচ দিয়েও যাবে। এর জন্যে অনুমতি দরকার ছিল রাজ্যপালের। সেই অনুমতি পেয়ে নির্মাণকারী সংস্থা রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড (আরভিএনএল) প্রাথমিক সমীক্ষার কাজও সেরে ফেলেছে।

    আরভিএনএল–এর এক প্রযুক্তিবিদ বলেন, ‘পার্পল লাইনের প্রস্তাবিত এসপ্ল্যানেড স্টেশন থেকে ১.৬ কিমি দূরে যে জায়গায় ইডেন গার্ডেন্স স্টেশনটি তৈরি হওয়ার কথা, সেই জায়গা পর্যন্ত টপোগ্রাফিক্যাল সার্ভের কাজ শেষ হয়েছে। আইআইএম জোকা থেকে ১.২ কিমি দূরে আরও একটি স্টেশনের অনুমোদনও মিলেছে। সেই অংশেও সার্ভের কাজ হয়েছে।’ ইঞ্জিনিয়াররা জানাচ্ছেন, নতুন কোনও প্রকল্প চালুর আগে সার্ভে করে দেখা হয়, ওই এলাকায় প্রকল্প চালানো সম্ভব কি না। শুধু ব্যবসায়িক দিক থেকে নয়, এলাকার ভূপ্রকৃতি প্রকল্পের উপযুক্ত কি না, তা–ও খতিয়ে দেখা হয়।

    আরভিএনএল–সূত্রে জানা গিয়েছে, এসপ্ল্যানেড থেকে ইডেন গার্ডেন্সের দিকে যাওয়ার পথে মেট্রোর সুড়ঙ্গ রাজভবনের বাগানের ধার দিয়ে প্রায় ২৫০ মিটার পর্যন্ত যাবে। এর পর রাস্তা পার করে ওই সুড়ঙ্গ ইডেন গার্ডেন্স স্টেশন পর্যন্ত যাবে। স্টেশনটি ইডেন গার্ডেন্সের ১ নম্বর গেটের কাছে তৈরি হওয়ার কথা।

  • Link to this news (এই সময়)