• ‘CBI-এর ডিরেক্টর বলছেন, মামলা ছেড়ে দেবেন’, বিস্ফোরক আরজি করের নির্যাতিতা চিকিৎসকের বাবা
    এই সময় | ০৮ আগস্ট ২০২৫
  • ‘সিবিআই-এর ডিরেক্টর নিজে বলছেন এই মামলা ছেড়ে দেবেন…’, বৃহস্পতিবার রাতে দিল্লি থেকে ফিরে হতাশার সুর শোনা গেল আরজি করের নির্যাতিতার বাবা-মায়ের কণ্ঠে। এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে অসন্তোষ চেপে রাখেননি তাঁরা। দিল্লি গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও দেখা হয়নি তাঁদের। তিনি সাক্ষাতের জন্য যে তারিখ দিয়েছিলেন, ততদিন দিল্লিতে থাকা সম্ভব ছিল না বলে জানান নির্যাতিতার বাবা-মা।

    গত বছরে ৯ অগস্ট আরজি কর মেডিক্যাল কলেজের এক তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল হয়েছিল গোটা বাংলা। এই ঘটনায় দোষী কলকাতা পুলিশের প্রাক্তন সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের ঠিকানা এখন প্রেসিডেন্সি সংশোধনাগার। আজীবন যাবজ্জীবনের সাজা পেয়েছেন তিনি। কিন্তু শুধু সঞ্জয় নন, মেয়ের মৃত্যুর নেপথ্যে রয়েছে আরও অনেকে, প্রথম থেকেই এই দাবি করে এসেছেন নির্যাতিতার বাবা-মা। তদন্তের গতি জানতে ফের দিল্লি গিয়েছিলেন তাঁরা। সেখান থেকে ফিরেই একরাশ ক্ষোভ উগরে দেন।

    নির্যাতিতার বাবা বলেন, ‘সিবিআই-এর ডিরেক্টরের সঙ্গে দেখা হয়েছে। ১৪০ কোটি মানুষ যাঁদের উপর ভরসা করেন, সেই সংস্থা যে কতটা বোগাস, সেই অভিজ্ঞতা আমার হয়েছে। সিবিআই-এর ডিরেক্টর নিজে বলছেন এই মামলা ছেড়ে দেবেন।’ তিনি আরও বলেন, ‘আমরা বলেছি এই কথা আদালতে জানাতে। কারণ সিবিআই তদন্তের নির্দেশ আদালত দিয়েছিল। আমাদের কোনও প্রশ্নের জবাবই ওঁদের কাছে নেই।’

  • Link to this news (এই সময়)