• কলকাতার রাস্তায় খন্দে থমকাল মেয়রের গাড়ি, বিকল্প কংক্রিট?
    এই সময় | ০৮ আগস্ট ২০২৫
  • এই সময়: সাপ্তাহিক ছুটির দিন রবিবারেও এখন পুরসভার হটমিক্স প্লান্টে কাজ চলছে জোর কদমে। তার পরেও বেহাল রাস্তার অস্বস্তি কাটাতে পারছে না কলকাতা। বৃহস্পতিবার সকাল ন'টা নাগাদ সায়েন্স সিটি সংলগ্ন রাস্তায় আটকে যায় খোদ মেয়র ফিরহাদ হাকিমের গাড়ি। তিনি ওই রাস্তা দিয়ে কোনও জরুরি কাজে যাচ্ছিলেন বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে। রাস্তার অবস্থা দেখে মেয়র গাড়ি থেকে নেমে পড়েন। ফোনে কথা বলেন সড়ক বিভাগের আধিকারিকদের সঙ্গে। তিনি ওই রাস্তায় দ্রুত ইন্টার লকিং কংক্রিট পেভার ব্লক বসানোর নির্দেশ দেন। সূত্রের খবর, বৃহস্পতিবার রাত থেকে ওই রাস্তায় ইন্টার লকিং কংক্রিট পেভার ব্লক বসানোর কাজ শুরু করেছে সড়ক বিভাগ। মেয়র অবশ্য আগেই জানিয়েছিলেন, পুরসভা রাস্তা সারাতে এ বার ইন্টার লকিং কংক্রিট পেভার ব্লক বসাবে পরীক্ষামূলক ভাবে। সেই পরীক্ষায় সাফল্য এলে আগামী দিনে রাস্তা সারাইয়ের উপাদান হিসেবে এই বিশেষ ধরনের পেভার ব্লকের ব্যবহার বাড়ানো হবে।

    ধারাবাহিক বৃষ্টিতে কলকাতার অধিকাংশ ব্যস্ত রাস্তাতেই পিচ উঠে গর্ত তৈরি হয়েছে। ইএম বাইপাস-সহ অনেক রাস্তাতেই যানবাহনের গতি কমে যাচ্ছে। গাড়ি চলছে দুলেদুলে। গাড়িও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর আগেও এক বার মেয়রের কনভয় গর্তে আটকেছিল। পুরসভা সূত্রে খবর, রাস্তার গর্তে প্রলেপ দিতে ছুটির দিনেও পামার বাজারের হটমিক্স প্লান্টে কাজ চলছে। ওই প্লান্টে দৈনিক ৮০০ টন করে হটমিক্স তৈরি হচ্ছে। প্লান্ট থেকে রোজ গড়ে ৮০টি লরি ১০ টন করে হটমিক্স নিয়ে ছুটছে শহরের বিভিন্ন রাস্তায়। হটমিক্স ছড়িয়ে দেওয়া হচ্ছে পথের গর্তে।

    তবে ২৪ ঘণ্টা যেতে না যেতেই সেই প্রলেপ উঠে যাচ্ছে বলে অভিযোগ। সড়ক বিভাগের এক আধিকারিকের বক্তব্য, গত দু'মাসে এক দিনও পুরো সময় রোদ্দুর পাওয়া যায়নি। প্রায় দিনই ভারী বৃষ্টি হচ্ছে। আর হটমিক্সের প্রধান শত্রু জল। তাই পরিস্থিতি সামাল দেওয়া অসম লড়াই হয়ে দাঁড়িয়েছে। মেয়র বলেন, 'রাস্তা ঠিক করতে আমরা পর-পর দশটি শুকনো দিন চাইছি।'

  • Link to this news (এই সময়)