প্রয়াণ দিবসে রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ, দিনভর নানা অনুষ্ঠান কবিগুরুর বিশ্বভারতীতে
বর্তমান | ০৮ আগস্ট ২০২৫
সংবাদদাতা, বোলপুর: বাংলার তথা বাঙালির প্রাণের কবি। গোটা বিশ্বে যাঁর খ্যাতি রয়েছে সেই রবীন্দ্রনাথ ঠাকুরের আজ, শুক্রবার ২২ শে শ্রাবণ প্রয়াণ দিবস। একগুচ্ছ অনুষ্ঠানের মাধ্যমে স্মরণ করা হচ্ছে শান্তিনিকেতনে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে আজ, শুক্রবার সকালে শান্তিনিকেতনের উপাসনা গৃহে অনুষ্ঠিত হল বিশেষ উপাসনা। সেখানে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য প্রবীরকুমার ঘোষ সহ ছাত্রছাত্রী ও অধ্যাপক-অধ্যাপিকারা।উপাসনা শেষে ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ গানের মাধ্যমে পদযাত্রা করে রবীন্দ্রভবনের উদয়ন গৃহে পৌঁছন উপাচার্য ও আধিকারিকরা। সেখানে রবীন্দ্রনাথের ব্যবহৃত চেয়ারে পুষ্পার্ঘ্য দেন সকলে। এদিন দুপুরে ক্যাম্পাসে যথাযথ মর্যাদায় বৃক্ষরোপণ উৎসব উদযাপন করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সন্ধ্যায় লিপিকা প্রেক্ষাগৃহে রবীন্দ্র গানে অনুষ্ঠিত হবে ‘স্মরণ’। এইভাবেই দিনভর নানা অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বকবিকে শ্রদ্ধা জানাবে ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়।