• দমদম বিমানবন্দর থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ল একটি চারচাকা গাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চারজন
    বর্তমান | ০৮ আগস্ট ২০২৫
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: পরিবারের সদস্যকে দমদম বিমানবন্দরে ছেড়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়লেন এক ব্যক্তি। যদিও অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন তিনি। দুর্ঘটনাটি ঘটেছে আজ, শুক্রবার ভোরে হাওড়ার উলুবেড়িয়ার শ্যামপুর রোডে মৌবেশিয়া মালিকের মোড় এলাকায়। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শ্যামপুরের বাসিন্দা অরিজিৎ মণ্ডলের দাদা বেলজিয়ামে থাকেন। এদিন ভোরে দাদাকে দমদম বিমানবন্দরে ছাড়তে মা-বাবা-স্ত্রীকে নিয়ে চারচাকা গাড়িতে করে গিয়েছিলেন অরিজিৎ বাবু।দাদাকে বিমানবন্দরে ছেড়ে দিয়ে ৪জন ওই গাড়িতে করে শ্যামপুরের বাড়িতে ফিরছিলেন। স্থানীয় সূত্রে খবর ভোর সাড়ে ৫ টা নাগাদ মৌবেশিয়া মালিকের মোড়ের কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে উল্টে যায়। কোনওরকমে গাড়িতে থাকা ৪ আরোহী বাইরে বেরিয়ে আসতে সক্ষম হন। পরে খবর পেয়ে উলুবেড়িয়া থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছয়। অরিজিৎ মণ্ডল জানান, গাড়ির সিট বেল্টে  মোবাইল ফোন আটকে গিয়েছিল। সেটা বের করার সময়েই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই দুর্ঘটনা। তিনি জানান দুর্ঘটনার সময়ে গাড়ির জানলার কাচ খুলে যাওয়ায় ভাগ্যের জোরে বেঁচে গিয়ে চারজন বাইরে বেরিয়ে আসতে পেরেছি।
  • Link to this news (বর্তমান)