পশ্চিমবঙ্গে ছোট শিল্পের বিপণন বৃদ্ধি নিয়ে আশাবাদী কেন্দ্রীয় কর্তা
বর্তমান | ০৮ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং রাষ্ট্রীয় সংস্থাগুলির বিভিন্ন প্রয়োজনে পণ্য কেনার ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে তৈরি হয়েছে গভর্নমেন্ট ই- মার্কেটপ্লেস বা জেম। এই পোর্টালটি নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রক। ছোট-বড় যে কোনও সংস্থা এই পোর্টালে নাম নথিভুক্ত করতে পারে এবং সরাসরি তাদের পণ্য সরকার বা রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে সরাসরি বিক্রি করতে পারে। দেশের যে কোনও সংস্থাকে বাজার পাইয়ে দেওয়াই এই পোর্টালের অন্যতম উদ্দেশ্য। ছোট শিল্প বা এমএসএমই সেক্টরে দেশের মধ্যে পশ্চিমবঙ্গের স্থান দ্বিতীয়। জেম পোর্টালের মাধ্যমে এখানকার শিল্পক্ষেত্রগুলির বাজার পাওয়ার বড় সম্ভাবনা এখনও রয়েছে বলে দাবি করলেন গভর্নমেন্ট ই-মার্কেটপ্লেসের অতিরিক্ত সিইও অজিত বি চাভান। বণিকসভা সিআইআই আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘২০১৬ সালে পোর্টালের মাধ্যমে ৪২০ কোটি টাকার পণ্য বিক্রি হয়েছিল। ২০২৫ সালে এসে বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ৫ লক্ষ ৪০ হাজার কোটি টাকা। এর থেকেই বোঝা যায়, কতটা জনপ্রিয় হয়েছে জেম পোর্টাল।’ তাঁর কথায়, ‘কেন্দ্রীয় সরকারের আওতায় থাকা পোর্টাল থেকে যা লেনদেন হয়, তার ৩৭ শতাংশ এমএসএমই সেক্টরের দখলে থাকে। কিন্তু পশ্চিমবঙ্গ থেকে মাত্র ১৮ হাজার সংস্থা এই পোর্টালে নিজেদের নাম নথিভুক্ত করেছে। এই সংখ্যা যত বাড়বে, তাদের বিপণনের বহরও তত বাড়বে।’ তিনি আরও জানান, জেম পোর্টালের মাধ্যমে যত পণ্য বিক্রি হয়, তার অন্যতম বড় ক্রেতা রেল। এ রাজ্যের সংস্থাগুলি সেই সুযোগ নিতেই পারে।