• ঘাটালের স্কুলে প্রশ্নপত্র বিভ্রাট, ইতিহাস পরীক্ষায় এল ভূগোলের প্রশ্ন
    এই সময় | ০৮ আগস্ট ২০২৫
  • এই সময়, ঘাটাল: পরীক্ষা ইতিহাসের। ১৮৫৭ সালের মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ বা ইলবার্ট বিলের টিকার পাশাপাশি দেখা গেল নিরক্ষীয় অঞ্চলে বায়ুর চাপের কারণ ও উত্তর আমেরিকার জলবায়ুর প্রকৃতি সংক্রান্ত প্রশ্ন। সপ্তম শ্রেণির ইউনিট টেস্টে ইতিহাস পরীক্ষায় ভূগোলের প্রশ্ন মিশে যাওয়ার এমন ঘটনা ঘটেছে ঘাটালের ইড়পালা স্কুলে।

    রুটিনে ছিল, বুধবার হবে ইতিহাস পরীক্ষা। কিন্তু প্রশ্নপত্র পেয়েই অবাক পরীক্ষার্থীরা। রয়েছে ‘গ্র্যান্ড ক্যানিয়ন কী’ বা ‘শিশির ও কুয়াশা কী’–এর মতো নানা প্রশ্ন। মুহূর্তের মধ্যে শুরু হয় গুঞ্জন। পরীক্ষার্থীরা বিষয়টি শিক্ষকদের গোচরে আনলে ভুল বুঝতে পারেন ইতিহাস বিভাগের শিক্ষক। তাৎক্ষণিক ভাবে ভূগোলের প্রশ্নগুলো কেটে নতুন প্রশ্ন দিয়ে শেষ করা হয় পরীক্ষা। কিন্তু এই ত্রুটি নিয়ে শুরু হয়েছে তুমুল সমালোচনা। অভিভাবকদের একাংশের ক্ষোভ, প্রশ্নপত্র তৈরি ও যাচাইয়ের ক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষের এই গাফিলতি মেনে নেওয়া যায় না।

    এক অভিভাকের ক্ষুব্ধ প্রতিক্রিয়া, ‘এটাই যদি বর্তমান শিক্ষার মান হয়, তা হলে আগামী প্রজন্ম কোথায় গিয়ে দাঁড়াবে? প্রশ্নপত্র ছাপার আগে একাধিক বার যাচাই করা উচিত।’ শিক্ষকরা দায়িত্বজ্ঞানহীন, এমন অভিযোগ তুলে তাঁর সংযোজন, ‘এর মধ্যেও অনেক ভালো শিক্ষক আছেন। কিন্তু কিছু দৃষ্টান্ত সব শিক্ষকের প্রতি প্রশ্ন তুলে দেয়।’

    ভুল স্বীকার করে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক বিনয় চৌধুরী বলেন, ‘ভবিষ্যতে এই ধরনের ভুল যাতে আর না–হয়, তার জন্য আরও কড়া নজরদারি করা হবে।’ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানান স্কুল পরিচালন কমিটির সদস্য রঞ্জন সামন্ত।

    ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও তৎপরতা দেখা দিয়েছে। স্থানীয় সিপিএম নেতা প্রভাস মাজি বলেন, ‘এ ঘটনা স্পষ্ট করে দেয়, রাজ্যে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। শিক্ষক নিয়োগে অনিয়ম ও সঙ্কটের কারণেই আজ এই পরিস্থিতি। যথাযথ শিক্ষক না–থাকায় স্কুলগুলিতে এমন গাফিলতি বাড়ছে।’ এই ঘটনায় স্কুলের সুনাম ও শিক্ষার মান নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

  • Link to this news (এই সময়)