সরকারি কর্মসূচির দায়িত্ব থেকে ‘বাদ’, বৈঠক ত্যাগ বাম পুরপ্রতিনিধির
আনন্দবাজার | ০৮ আগস্ট ২০২৫
‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচির প্রাক্-বৈঠকে বাম পুরপ্রতিনিধির তোলা একটি অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে উঠল পরিবেশ। বুধবার কলকাতা পুরসভার ১০ নম্বর বরো অফিসে এই কর্মসূচি নিয়ে বৈঠক ডেকেছিলেন সংশ্লিষ্ট বরোর চেয়ারপার্সন জুঁই বিশ্বাস। সেখানে অন্য পুরপ্রতিনিধিদের সঙ্গে হাজির ছিলেন ৯২ নম্বর ওয়ার্ডের বাম পুরপ্রতিনিধি মধুছন্দা দেবও। তাঁর ওয়ার্ডে বৃহস্পতিবার সংশ্লিষ্ট কর্মসূচি হওয়ার কথা ছিল।
মধুছন্দার অভিযোগ, বৈঠকে বরো চেয়ারপার্সন জানান, ৯২ নম্বর ওয়ার্ডে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচির দায়িত্ব দেওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের জনৈক নেতাকে। অথচ, বরোর বাকি ওয়ার্ডগুলিতে এই দায়িত্ব সামলাবেন শাসকদলের পুরপ্রতিনিধিরাই। মধুছন্দা বলেন, ‘‘বরো চেয়ারপার্সনের এই সিদ্ধান্তের প্রতিবাদে বৈঠক ছেড়ে বেরিয়ে যাই। ১০ নম্বর বরোর ১২টি ওয়ার্ডের মধ্যে একমাত্র ৯২ নম্বর ওয়ার্ডটি বামেদের দখলে। জোর করে সেই ওয়ার্ড দখল করতে রাজনীতি করছে শাসকদল।’’
যদিও পুরপ্রতিনিধির এই অভিযোগ নস্যাৎ করে মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘‘উনি মিথ্যা বলে রাজনীতি করছেন। ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচি সামলাবেন পুরসভার কর্মী-আধিকারিকেরা। পুরপ্রতিনিধিরা সেখানে অতিথি হিসাবে থাকবেন।’’ পুরসভা সূত্রের খবর, ৯২ নম্বর ওয়ার্ডে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচি এ দিন হয়নি। সোমবার সেটি হতে পারে বলে জানান পুরসভার সমাজকল্যাণ দফতরের এক আধিকারিক।