• জয়েন্ট নিয়ে হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য
    এই সময় | ০৮ আগস্ট ২০২৫
  • পশ্চিমবঙ্গ রাজ্য জয়েন্টের ফলপ্রকাশ নিয়ে জটিলতা বেধেছে। কলকাতা হাই কোর্ট জানিয়ে দিয়েছে, ওবিসি এ এবং বি ক্যাটিগরি অনুযায়ী জয়েন্টের যে মেধাতালিকা তৈরি হয়েছে তা প্রকাশ করা যাবে না। এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছ রাজ্য সরকার। শুক্রবার এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

    ব্রাত্য বসু বলেন, ‘রাজ্য জয়েন্টের ফল প্রকাশে স্থগিতাদেশ দিয়েছে হাই কোর্ট। এর বিরুদ্ধে আজই (শুক্রবার) আমরা সুপ্রিম কোর্টে মামলা দায়ের করব।’ প্রসঙ্গত, ৭ অগস্ট অর্থাৎ বৃহস্পতিবার রাজ্য জয়েন্টের ফল প্রকাশের কথা ছিল। কিন্তু আদালতের নির্দেশে তা স্থগিত হয়ে যায়।

    নতুন ওবিসি তালিকাতেই আপত্তি তুলেছেন হাই কোর্টের বিচারপতি কৌশিক চন্দ। ২০১০ সালের আগের ওবিসি শংসাপত্র অনুযায়ী তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন তিনি। বিচারপতি বলেন, ‘গত বছর ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুযায়ী জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে তালিকা পুনর্মূল্যায়ন করতে হবে। ২০১০ সালের আগের ৭ শতাংশ বা ৬৬টি সংরক্ষিত প্রার্থীদের নিয়ে করতে হবে নতুন তালিকা।’

    প্রসঙ্গত, ২৭ এপ্রিল রাজ্য জয়েন্টের পরীক্ষা হয়। তার পরে তিন মাস কেটে গিয়েছে। কিন্তু ফলপ্রকাশ হয়নি। শেষ পর্যন্ত ৭ অগস্ট ফল প্রকাশের কথা জানানো হয়। কিন্তু বৃহস্পতিবার ওবিসি সংরক্ষণ সংক্রান্ত একটি মামলার শুনানিতে মৌখিক ভাবে রাজ্য জয়েন্টের ফলপ্রকাশে নিষেধাজ্ঞা জারি করেন তিনি। এ বার এই নির্দেশের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য সরকার।

  • Link to this news (এই সময়)