• সার ডিউটির আবহে পারিশ্রমিক বাড়ল এই সমস্ত ভোটকর্মীদের, দ্বিগুণের বেশি বাড়ল খাবারের টাকা
    এই সময় | ০৮ আগস্ট ২০২৫
  • কিছুদিন আগেই বুথ লেভেল অফিসারদের (BLO) বার্ষিক ভাতা দ্বিগুণ করেছিল নির্বাচন কমিশন। বিএল সুপারভাইজ়ারদের ক্ষেত্রে তা ১২ হাজার থেকে বেড়ে হয়েছে ১৮ হাজার টাকা।  পাশাপাশি ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ERO) এবং অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (AERO)-দের জন্য ঘোষণা করা হয়েছিল সাম্মানিক।এ বার ‘সার’-এর ডিউটির আগে ভোটের সঙ্গে যুক্ত প্রায় সমস্ত কর্মীদের ভাতা, পারিশ্রমিক বাড়তে চলেছে। এই মর্মে একটি নির্দেশিকাও জারি করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে।

    ২০১৪ সাল থেকে একদিন পর্যন্ত প্রিসাইডিং অফিসার এবং কাউন্টিং সুপারভাইজাররা দিনপিছু পারিশ্রমিক পেতেন ৩৫০ টাকা। তা বাড়িয়ে দৈনিক ৫০০ টাকা এবং চার দিনের জন্য ২০০০ করা হয়েছে (যাঁদের ভোটের দিন-সহ চার দিন ডিউটি করতে হয়)।

    পোলিং অফিসার ও কাউন্টিং অ্যাসিস্ট্যান্টদের পারিশ্রমিক ২৫০ থেকে বাড়িয়ে যথাক্রমে দৈনিক ৪০০ টাকা এবং ৪৫০ টাকা করা হয়েছে। পারিশ্রমিক বাড়ছে চতুর্থ শ্রেণির কর্মীদেরও। বিভিন্ন দায়িত্বে কর্মরত চতুর্থ শ্রেণির কর্মীদের পারিশ্রমিক ২০০ থেকে বাড়িয়ে দৈনিক ৩৫০ টাকা করা হয়েছে। এ ছাড়াও কল সেন্টার এবং কন্ট্রোল রুমে কর্মরত চতুর্থ শ্রেণির কর্মীদের পারিশ্রমিক ২০০ থেকে বাড়িয়ে মোটের উপরে ১০০০ টাকা করা হয়েছে।

    ভিডিয়ো সার্ভেইল্যান্স টিম, ভিডিয়ো ভিউইং টিম, অ্যাকাউন্টিং টিম, কন্ট্রোল রুম অ্যান্ড কল সেন্টার স্টাফ, মিডিয়া সার্টিফিকেশন অ্যান্ড মনিটরিং কমিটি, ফ্লাইং স্কোয়াডের সদস্যরা, স্ট্যাটিক সার্ভেইল্যান্স টিম এবং এক্সপেনডেচার মনিটরিং সেলের প্রথম এবং দ্বিতীয় শ্রেণির কর্মীদের পারিশ্রমিক ১২০০ থেকে বাড়িয়ে ৩০০০ পর্যন্ত এবং তৃতীয় শ্রেণির কর্মীদের ক্ষেত্রে পারিশ্রমিক ১০০০ থেকে বাড়িয়ে ২০০০ টাকা পর্যন্ত করা হয়েছে। মাইক্রো অবর্জারভারদের পারিশ্রমিক ১০০০ থেকে বাড়িয়ে ২০০০ পর্যন্ত করা হয়েছে। ভোটকর্মীদের খাবার বাবদ অর্থও বৃদ্ধি হয়েছে। তা ১৫০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ করে দেওয়া হয়েছে।

    শুধু ভোট কর্মীরা নন, ভোটের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর ভাতাও বাড়ানো হয়েছে। সিআরপিএফ-এর গেজ়েটেড অফিসারদের ১৫ দিন বা তার কম কাজের জন্য ভাতা ২৫০০ থেকে বাড়িয়ে ৪০০০ করা হয়েছে। ১৫ দিনের বেশি কাজের জন্য ভাতা সপ্তাহে ১২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০০০ টাকা করা হয়েছে। সিআরপিএফ-এর সাবঅর্ডিনেট অফিসারদের ভাতা ১৫ দিন বা তার কম কাজের জন্য ২০০০ থেকে বাড়িয়ে ৩০০০ করা হয়েছে এবং ১৫ দিনের বেশি কাজের ক্ষেত্রে সাপ্তাহিক ১০০০ থেকে বাড়িয়ে ১৫০০ টাকা করা হয়েছে। সিআরপিএফ-এর অন্য পদ যেমন হেড কনস্টেবল, কনস্টেবল বা সম পদমর্যাদার ক্ষেত্রে ভাতা ১৫ দিন বা তার কমের ক্ষেত্রে ১৫০০ টাকা থেকে বাড়িয়ে ২৫০০ টাকা করা হয়েছে। ১৫ দিনের থেকে বেশি হলে সাপ্তাহিক ৭৫০ টাকা থেকে বাড়িয়ে ১২৫০ টাকা করা হয়েছে।

    অ্যাসিস্ট্যান্ট এক্সপেনডেচার অবজার্ভার, সেক্টর অফিসার এবং সেক্টর পুলিশ অফিসারদের ফুল টাইম ভোটের ডিউটির ক্ষেত্রে ভাতা ৭৫০০ থেকে বাড়িয়ে ১০ হাজার করা হয়েছে।

  • Link to this news (এই সময়)