শুক্রবার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে রীতিমতো রণক্ষেত্র হয়ে উঠল কাঁকসা ব্লকের সিলামপুর এলাকা। মৃত যুবকের নাম কৃষ্ণ বাউড়ি (২৪)। এ দিন সকালে সাইকেল নিয়ে কৃষ্ণ বাজারে যাচ্ছিলেন। সেই সময়ে তাঁর সাইকেলের চাকা রাস্তার গর্তে পড়ে যায়।নিয়ন্ত্রণ হারিয়ে তিনি ট্রাকের তলায় চলে আসেন। ট্রাকের চাকাতেই পিষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর।স্থানীয়দের দাবি, বালিবোঝাই ছিল ট্রাকটি।
ঘটনাস্থলে গিয়ে পুলিশ কৃষ্ণের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর চেষ্টা করেছিল। কিন্তু দেহ আটকে বিক্ষোভ দেখান স্থানীয়রা। কাঁকসা থানার আইসির গাড়ি ভাঙচুর করা হয়। পুলিশকর্মীদের লক্ষ্য করে ইটও ছোড়া হয় বলে অভিযোগ। ঘটনায় মাথা ফাটে কাঁকসা থানার আইসির। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে আসে কমব্যাট ফোর্স। সেখানে পৌঁছেছেন ডিসি অভিষেক গুপ্তা-সহ বিরাট পুলিশ বাহিনী। দুপুর দুটো পর্যন্ত কৃষ্ণর দেহ উদ্ধার করা যায়নি। এলাকায় তীব্র উত্তেজনা।
এর পরেই ট্রাকটিতে ভাঙচুর চালান স্থানীয়রা। খবর পেয়ে সেখানে পৌঁছয় কাঁকসা থানার পুলিশ। আর পুলিশকে দেখেই রীতিমতো ফুঁসে ওঠেন এলাকার বাসিন্দারা। তাঁদের অভিযোগ, ওই রাস্তায় প্রতিদিন বালির গাড়ি যাতায়াত করে। সেই গাড়িগুলিও বেপরোয়া গতিতে যায়। এ ছাড়াও রাস্তা খানাখন্দে ভরে গিয়েছে। সাম্প্রতিক সময়ে ওই রাস্তায় ছোটখাটো দুর্ঘটনাও ঘটেছিল। একাধিকবার প্রশাসনের নজরে বিষয়টি তাঁরা আনার চেষ্টা করেছেন। কিন্তু তাতে লাভ কিছু হয়নি। রাস্তা ভালো থাকলে এই দুর্ঘটনা এড়ানো যেত, দাবি এলাকাবাসীর। এক বিক্ষোভকারী পাপ্পু সিং বলেন, ‘রাস্তার অবস্থা খুবই খারাপ।বার বার বলেও কোনও লাভ হয়নি। ’ অন্য বিক্ষোভকারী রাজীব সিং বলেন, ‘এই ধরনের দুর্ঘটনা যাতে আর না ঘটে আমরা এমনটাই চাই। তাই রাস্তা সংস্কার করতেই হবে।’