• যন্ত্রাংশে রেলকর্মীর হাত আটকে বিপত্তি? প্রায় ১ ঘণ্টা থমকে রইল বর্ধমান-হাওড়া লোকাল
    এই সময় | ০৮ আগস্ট ২০২৫
  • কর্মব্যস্ত দিনে বর্ধমান-হাওড়া মেন লাইনে বিপত্তি। দীর্ঘক্ষণ মেমারি স্টেশনে দাঁড়িয়ে রইল ডাউন বর্ধমান-হাওড়া লোকাল। সূত্রের খবর, ট্রেনের যান্ত্রিক ত্রুটি মেরামত করতে গিয়ে আটকে যায় রেলকর্মীর হাত। আর সেই জন্যই আটকে ছিল ট্রেনটি। যদিও কোনও রেলকর্মীর হাত আটকায় ট্রেন দাঁড়িয়ে থাকে নি বলে দাবি করেছেন পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত। তাঁর দাবি, যান্ত্রিক ত্রুটির জন্যই ট্রেন দাঁড়িয়েছিল।

    এ দিন সকাল সাড়ে সাতটা থেকে প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে সংশ্লিষ্ট স্টেশনেই দাঁড়িয়েছিল ট্রেনটি। এ দিন বর্ধমান থেকে এক রেলকর্মী মেমারি যাচ্ছিলেন ওই ট্রেনে। যান্ত্রিক ত্রুটি ঠিক করার কাজ করেন তিনি। ট্রেনটির ইঞ্জিনের কাছে গিয়ে যান্ত্রিক সমস্যা খতিয়ে দেখছিলেন তিনি। জানা যায়, সেই সময়েই কোনও একটি যন্ত্র পড়ে যায় ইঞ্জিনের কামরায়। তা তুলতে গিয়েই হাত আটকে যায় তাঁর। তাঁকে উদ্ধার করতে এগিয়ে যান অন্য রেলকর্মীরা। তার জেরে প্রায় এক ঘণ্টা দাঁড়িয়েছিল এই লোকাল। সেই ট্রেনে থাকা যাত্রীদের অন্য ট্রেনে পাঠানোর ব্যবস্থা করা হয়।

    ওই ট্রেনের যাত্রী উদয় মণ্ডল বলেন, ‘ট্রেনের কী যান্ত্রিক ত্রুটি রয়েছে, তা পরীক্ষা করছিলেন ওই ব্যক্তি। সেই সময়েই ওঁর হাত ঢুকে যায় ইঞ্জিনের একটি যন্ত্রাংশে। প্রায় এক ঘণ্টা পরে তাঁর হাত বার করা হয়।’ যদিও পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত বলেন, ‘যান্ত্রিক ত্রুটির কারণে ডাউন বর্ধমান-হাওড়া লোকাল মেমারি স্টেশনে সকাল ৭টা ৩৫ মিনিট থেকে আটকে ছিল। সকাল ৯টা ১৩ মিনিট নাগাদ টেকনিক্যাল সমস্যা মিটে গেলে ট্রেনটি গন্তব্যের দিকে রওনা দেয়।’ তিনি আরও দাবি করেছেন, কোনও রেলকর্মীর হাত আটকে যাওয়ার ঘটনা ঘটেনি।

  • Link to this news (এই সময়)