• বাংলাদেশে রবীন্দ্রনাথের পৈতৃক বাড়িতে হামলা, কী পদক্ষেপ কেন্দ্রের? সংসদে প্রশ্ন অভিষেকের
    এই সময় | ০৮ আগস্ট ২০২৫
  • সম্প্রতি বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়িতে হামলা হয়। ওই বিষয়ে শুক্রবার সংসদে প্রশ্ন তুললেন লোকসভায় তৃণমূলের বিরোধী দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিদেশমন্ত্রীর কাছে উত্তর চেয়ে অভিষেক একাধিক প্রশ্ন রেখেছেন।

    ১. এই হামলায় ঘটনায় ভারত সরকারের তরফ থেকে কূটনৈতিক ভাবে বাংলাদেশের সরকারের কাছে কি কোনও প্রতিবাদ জানানো হয়েছে?

    ২. কাছারিবাড়ির নিরাপত্তা নিয়ে বাংলাদেশের সরকারের কাছ থেকে কোনও আশ্বাস কি পাওয়া গিয়েছে?

    ৩. এই হামলার ঘটনায় বাংলাদেশ সরকার কি কাউকে গ্রেপ্তার করেছে?

    ৪. এই হামলার ঘটনায় ভারত সরকারের তরফ থেকে কী কী পদক্ষেপ করা হয়েছে বা করার কথা ভাবা হয়েছে?

    ৫. বাংলাদেশে থাকা হেরিটেজ সম্পত্তিগুলি রক্ষা করার জন্য ভারত ও বাংলাদেশের সরকারের মধ্যে কি কোনও যৌথ সমঝোতা রয়েছে? থাকলে তার বিস্তারিত বিবরণ

    বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং সংসদে এই প্রশ্নগুলির উত্তর দিয়েছেন।

    অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রথম চারটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিদেশ প্রতিমন্ত্রী জানিয়েছেন, চলতি বছরের ১২ জুন ভারত সরকারের তরফে বাংলাদেশে থাকা রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক সম্পত্তির উপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঠেকাতে পদক্ষেপ করতে এবং দোষীদের শাস্তির দাবি জানানো হয়েছে বাংলাদেশের সরকারের কাছে।

    ভারতের বিদেশ প্রতিমন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশের বিদেশমন্ত্রক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ওই হামলার ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঠিকমতো আইনি ব্যবস্থাও নেওয়া হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কাছারিবাড়ির নিরাপত্তা আরও বাড়ানোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা।

    অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শেষ প্রশ্নটির উত্তর দিতে গিয়ে বিদেশ প্রতিমন্ত্রী জানিয়েছেন, ভারত ও বাংলাদেশের মধ্যে কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রাম রয়েছে। তার অধীনে একটি চুক্তি হয়েছিল। সেই চুক্তি ভিত্তিতে নানা প্রত্নতাত্ত্বিক স্থান, হেরিটেজ সম্পত্তি রক্ষণাবেক্ষণ নিয়ে দুই দেশের মধ্যে সমঝোতা রয়েছে।

  • Link to this news (এই সময়)