• সেপ্টেম্বরের শুরুতেই চা বাগানের শ্রমিকদের বোনাস সংক্রান্ত বৈঠক
    বর্তমান | ০৮ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: আগামী ৬ ও ৭ সেপ্টেম্বর চা বাগানের শ্রমিকদের বোনাস সংক্রান্ত বৈঠক। কলকাতায় বেঙ্গল চেম্বার অব কমার্সের অফিসে ওই বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে চা বাগানের মালিকদের শীর্ষ সংগঠন কনসালটেটিভ কমিটি অব প্ল্যান্টেশন অ্যাসোসিয়েশনের (সিসিপিএ) নেতৃত্বে বাগানের বিভিন্ন মালিক ও শ্রমিক সংগঠন উপস্থিত থাকবে। বোনাস বৈঠকে যোগ দেওয়ার জন্য বাগানের ৩৬টি শ্রমিক সংগঠনকে চিঠি দেওয়া হচ্ছে।এদিকে, প্রতিকূল আবহাওয়ার জেরে এবার এখনও পর্যন্ত ডুয়ার্সে চা পাতা উৎপাদনে ঘাটতির পরিমাণ ২০ শতাংশের বেশি। বছর শেষে ঘাটতি কোথায় গিয়ে দাঁড়াবে, তা বলা যাচ্ছে না বলে দাবি ইন্ডিয়ান টি প্ল্যানটার্স অ্যাসোসিয়েশনের মুখ্য উপদেষ্টা অমৃতাশু চক্রবর্তীর। তিনি বলেন, একে তো বাগানে কাঁচা পাতার উৎপাদন কম। তার উপর যতটুকু চা উৎপাদন হচ্ছে, তার সবটা বিক্রি হচ্ছে না। নিলামে সিটিসি চায়ের দামে ধস নেমেছে। এমনিতেই দেশে উৎপাদন হওয়া চা বিক্রি হচ্ছে না। তার উপর কেনিয়া থেকে প্রচুর চা আমদানি হচ্ছে। ফলে চা শিল্প আরও সঙ্কটে। এদিকে ২০ শতাংশ বোনাসের দাবিতে সরব চা শ্রমিকদের যৌথ মঞ্চ জয়েন্ট ফোরাম। আজ, শুক্রবার আইটিপিএ অফিসে এই নিয়ে স্মারকলিপি দেয় তারা।অন্যদিকে, তৃণমূলের চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান নকুল সোনার বলেন, চা বাগানের উন্নয়নে টি বোর্ড তাদের দায়িত্ব পালন করছে না। চা শ্রমিকদের উন্নয়নে রাজ্য সরকার কাজ করে চলেছে। আমরা যতটা বেশি পরিমাণে পারব, এবার বোনাস আদায়ের চেষ্টা করব।
  • Link to this news (বর্তমান)