যুবকের মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র কাঁকসার সিলামপুরে, পুলিসের সঙ্গে খণ্ডযুদ্ধ জনতার
বর্তমান | ০৮ আগস্ট ২০২৫
সংবাদদাতা, কাঁকসা: ট্রাকে পিষ্ট হয়ে এক যুবকের মৃত্যু। আর সেই ঘটনাকে কেন্দ্র করে রক্ষণেত্রের চেহারা নিল পশ্চিম বর্ধমানের কাঁকসার সিলামপুরে। ভাঙচুর করা হয় ট্রাক, ডাম্পার-সহ পুলিসের গাড়িতে। পুলিসের সঙ্গে ধস্তাধস্তিও হয় এলাকাবাসীর। পরিস্থিতি সামলাতে বিশাল পুলিস বাহিনী গেলে তাদেরকে লক্ষ্য করে ইট, পাথর ছোড়েন এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল। অথচ প্রতিদিন এই রাস্তা দিয়ে প্রচুর ওভারলোডেড বালির ট্রাক চলে। দুর্ঘটনা নিত্যদিন ঘটেই থাকে। প্রতিবাদ করলে হুমকি দেওয়া হয়।আজ, শুক্রবার দুর্ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। দুর্ঘটনাস্থলে মৃতদেহ ফেলে রেখে বিক্ষোভ দেখান তারা। পুলিস ঘটনাস্থলে গেলে উত্তেজিত জনতা প্রথমে পুলিসকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে। যাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম কৃষ্ণ বাউড়ি (২৪)। তাঁকে একটি ট্রাক ধাক্কা মারে। পড়ে গিয়ে সেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় ওই যুবকের। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাল পুলিস বাহিনী গিয়েছে এলাকায়।