• শহরে গ্রেপ্তার ভুয়ো পুলিসকর্মী! চাঞ্চল্য
    বর্তমান | ০৮ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: খাস শহরের বুক থেকে গ্রেপ্তার ভুয়ো পুলিসকর্মী। আজ, শুক্রবার যাদবপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে। ধৃতের নাম চিরঞ্জিত মণ্ডল। এদিন সকালে দক্ষিণ কলকাতার একটি শপিং মলের সামনের সিগন্যাল ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিল ওই যুবক। তখনই ওই এলাকায় কর্তব্যরত সার্জেন্ট আটক করে। তখন ওই যুবক নিজেকে সাব ইন্সপেক্টর বলে পরিচয় দেয়। বিধাননগর কমিশনারেটে কর্মরত বলে দাবি করে। যুবকের কথা শুনে সন্দেহ হয় সার্জেন্টের। তার আইডি কার্ড দেখতে চায়।যদিও পুলিসের কোনও পরিচয় পত্র দেখাতে পারেনি ধৃত যুবক। তখন সে নিজেকে কখনও ভিলেজ পুলিস আবার কখনও কনস্টেবল আবার কখনও সিভিক বলে পরিচয় দিতে থাকে। তখনই সার্জেন্ট নিশ্চিত হন যুবকটি মিথ্যে বলছেন। যাদবপুর থানার হাতে তখনই তাকে তুলে দেয় ওই সার্জেন্ট। তারপরেই ওই যুবককে গ্রেপ্তার করা হয়। ধৃত যুবকের বাড়ি দক্ষিণ ২৪ পরগনায়। পুলিস পরিচয় দিয়ে কোনও প্রতারণা করেছে কিনা তদন্ত করে দেখছে যাদবপুর থানা। 
  • Link to this news (বর্তমান)