গোবিন্দ রায়, বসিরহাট: বাজারে দুই ব্যবসায়ীর মধ্যে পাওনা টাকা নিয়ে প্রথমে বচসা ও পরে হাতাহাতি! সেসময় একজন অপরজনের কান কামড়ে লতি কেটে নেয় বলে অভিযোগ। শুধু তাই নয়, কানের অংশ মুখে নিয়ে বাজারে ওই ব্যক্তি ঘুরতে থাকেন! ঘটনায় আতঙ্ক ছড়ায় বাজার এলাকায়। পরে ওই ব্যক্তিকে আটক করে নিয়ে গিয়েছে পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জে।
হিঙ্গলগঞ্জের স্বরূপকাঠি বাজারের ব্যবসায়ী হিমাদ্রি বর্মণ। বাজারে পোলট্রি মুরগির দোকান আছে ব্যবসায়ী গোবিন্দ মণ্ডলের। বৃহস্পতিবার রাতে বাজারেই দুই ব্যক্তির মধ্যে বচসা শুরু হয়। টাকা নিয়ে দু’জনের মধ্যে বিবাদ চলছিল বলে খবর। কিছু সময়ের মধ্যেই তাঁরা হাতাহাতিতে জড়িয়ে যান! অভিযোগ, হাতাহাতির মধ্যেই গোবিন্দ মণ্ডল হিমাদ্রি বর্মণের কান কামড়ে ধরেন। কামড়ে কানের লতি কেটে যায়!
স্থানীয়রা ছুটে আসেন তাঁকে উদ্ধার করতে। অভিযোগ, সেসময় গোবিন্দ মণ্ডল হিংস্র হয়ে উঠেছিলেন। কাটা কানের অংশ মুখে নিয়েই অভিযুক্ত বাজারের মধ্যে ঘুরে ঘুরে নাচতে থাকেন। পরে কোনওরকমে ওই ব্যক্তিকে পাকড়াও করা হয়। খবর দেওয়া হয় হিঙ্গলগঞ্জ থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। খবর ওই ব্যবসায়ীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চলে চিকিৎসা। ঘটনা জানাজানি হতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় পঞ্চায়েত সদস্য সুভাষচন্দ্র গায়েন জানিয়েছেন, প্রশাসন তার কাজ করবে। অভিযুক্তের উপযুক্ত শাস্তির দাবি তুলেছেন অন্যান্যরা। নিতান্তই কি টাকাপয়সা নিয়ে বচসা? নাকি ঘটনার পিছনে অন্য কোনও কারণ আছে? খতিয়ে দেখছে পুলিশ। এদিন ধৃতকে আদালতে তোলা হয়।