• তৃণমূল সাংসদদের বুকে বাঙালি মনীষীদের ছবি দেওয়া ব্যাজ নিয়ে আপত্তি রাজ্যসভায়! ফের ‘বাংলার অপমান’ নিয়ে সরব শাসকদল
    আনন্দবাজার | ০৮ আগস্ট ২০২৫
  • সংসদের বাদল অধিবেশনের প্রত্যেক দিনই বাংলা ও বাঙালির অপমান নিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হচ্ছেন তৃণমূল সাংসদেরা। শুক্রবার তা নতুন মাত্রা পেল। সকালে মকরদ্বারের সামনে বিক্ষোভ প্রদর্শন করে তৃণমূল। সাংসদদের বুকে ছিল বাঙালি মনীষীদের ছবি সংবলিত ব্যাজ। তার উপরে লেখা ‘জয় হিন্দ’ এবং নীচে লেখা ‘জয় বাংলা’। তৃণমূলের অভিযোগ, সেই ব্যাজ নিয়েই আপত্তি জানানো হয়েছে রাজ্যসভায়।

    তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘অধ্যক্ষের চেয়ার থেকে বলা হয় প্ল্যাকার্ড, ব্যাজ দেখানো যাবে না। আমরা প্ল্যাকার্ড দেখাইনি। বাঙালি মনীষীদের ছবি দেওয়া ব্যাজ পরেছি। তাতেও আপত্তি!’’ তৃণমূল সাংসদদের ব্যাজে সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে রামকৃষ্ণ পরমহংসদেব, রামমোহন রায় থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ক্ষুদিরাম বসু, বিনয়-বাদল-দীনেশ থেকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো সাহিত্যিক, স্বাধীনতা সংগ্রামীদের ছবি রয়েছে। রাজ্যসভায় ব্যাজ নিয়ে আপত্তিকেও বাংলার বিরুদ্ধে অপমান হিসাবেই দেখাতে চেয়েছে রাজ্যের শাসকদল।

    ঋতব্রত বলেন, ‘‘রবীন্দ্রনাথ দেশের জাতীয় সঙ্গীত লিখেছিলেন। ইউরোপের বাইরে নবজাগরণ হয়েছিল বাংলায়। রামমোহন ভারতের প্রথম আধুনিক মানুষ। বাংলা ছিল ব্রিটিশ-বিরোধী আন্দোলনের ভূমি। ওরা তাকে অপমান করছে। এই অপমানের জবাব ২০২৬ সালের ভোটে ওরা পাবে।’’ উল্লেখ্য, শুক্রবার ২২শে শ্রাবণ, রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস। রবীন্দ্রনাথের প্রসঙ্গ তুলে ঋতব্রত আরও বলেন, ‘‘ওরা রবীন্দ্রনাথকে ভয় পায়। তাই তাঁকে পাঠ্যক্রম থেকে বাদ দেওয়া হচ্ছে।’’ রাজ্যসভায় ব্যাজ নিয়ে আপত্তি উঠলেও লোকসভায় তেমন কিছু হয়েছে বলে দুপুর পর্যন্ত জানা যায়নি।

    বাংলাকে অপমান, বাঙালিদের উপর বিজেপিশাসিত রাজ্যে ‘নির্যাতন’কে জাতীয় স্তরে তুলে ধরছে তৃণমূল। দলের সর্বময়নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রকাশ্য বক্তৃতায় স্পষ্ট করে দিয়েছেন, ২০২৬ সালের ভোটে এটাই তৃণমূলের প্রচারের ভাষ্য হতে চলেছে। ইতিমধ্যে তৃণমূল সংসদে পাশে পেয়েছে ডিএমকে, কংগ্রেসের মতো দলগুলিকেও। সেই ধারাবাহিকতাতেই শুক্রবার ব্যাজ প্রসঙ্গে রাজ্যসভায় ওঠা আপত্তি নিয়ে সরব হল তৃণমূল।
  • Link to this news (আনন্দবাজার)