ভিনরাজ্যে কাজ করতে গিয়ে আবার আক্রান্ত পরিযায়ী শ্রমিক
আনন্দবাজার | ০৮ আগস্ট ২০২৫
ভিনরাজ্যে কাজ করতে গিয়ে ফের আক্রান্ত বাংলার পরিযায়ী শ্রমিক। মারধর করার অভিযোগ দিল্লি পুলিশের বিরুদ্ধে। আক্রান্ত পরিযায়ী শ্রমিক মমিন মিয়া বাড়ি ফিরলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
সূত্রের খবর, কোচবিহারের শীতলকুচিতে বাড়ি মমিন মিয়ার। কাঠমিস্ত্রির কাজ নিয়ে দিল্লির গাজিয়াবাদে যান। রবিবার কাজে বেরোনের সময় পুলিশের পোশাক পড়া কয়েকজন এসে তাকে তুলে নিয়ে গিয়ে মরধর করে বলে জানিয়েছেন তিনি। নগদ ৫০ হাজার টাকা চাওয়া হয় তার কাছে। তিনি জানান, ভারতীয় হওয়ার যথেষ্ট পরিচয় থাকা সত্বেও, বাংলাদেশী সন্দেহে পুলিশ তাকে মারধর করে বলেও জানান তিনি। পরে তার পরিবারের সদস্যরা তার সঙ্গে যোগাযোগ করে এবং তাকে দিল্লি থেকে কোচবিহার নিয়ে আসে। বাড়ি ফিরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কোচবিহার ম্যাডিকেল কলেজে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার তাকে দেখতে কোচবিহার মেডিকেল কলেজে যান কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক। দিল্লি পুলিশের এই বাঙালি বিদ্বেষী আচরণের তীব্র নিন্দা করে।এছাড়া কেন্দ্রীয় সরকার এবং বিজেপি শাসিত রাজ্যগুলির বিরুদ্ধে এমন আচরণের প্রতিবাদে অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছেন তিনি।